Afghanistan: নিষিদ্ধ, কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্ধ মহিলাদের পড়াশোনা, ট্যুইট তালিবান ঘনিষ্ঠ উপাচার্যর

তালিবান ঘনিষ্ঠ উপাচার্য বলেন, এবার থেকে কাবুল বিশ্বদ্যালয়ে মেয়েরা আর পড়াশোনা করতে পারবেন না৷ ইসলামি নিয়ম মেনেই কাবুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থেকে মেয়েদের অধিকার কেড়ে নেওয়া হল বলে জানানো হয়৷

Afghan Student (Photo Credit: Twitter)

কাবুল, ২৮ সেপ্টেম্বর: কাবুল বিশ্ববিদ্যালয়ে ( Kabul University) পড়াশোনা করতে পারবে না মেয়েরা৷ কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসেই এমন সিদ্ধান্ত নেন মহম্মদ আশরফ ঘরিয়ত৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে সোমবার একটি ট্যুইট করেন কাবুল বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য ঘরিয়ত৷ সেখানে তিনি জানান, এবার থেকে কাবুল বিশ্বদ্যালয়ে মেয়েরা আর পড়াশোনা করতে পারবেন না৷ ইসলামি নিয়ম মেনেই কাবুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থেকে মেয়েদের (Afghan Woman) অধিকার কেড়ে নেওয়া হল বলে জানানো হয়৷

শুধু তাই নয়, কাবুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পেয়ে তিনি তাঁর কথা রেখেছেন বলেও তালিবানকে (Taliban) খুশি করে ট্যুইট করতে দেখা যায় ঘরিয়তকে৷

কাবুল (Kabul) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আশরফ ঘরিয়ত তালিবান ঘনিষ্ঠ৷ সেই কারণে তাঁর নিয়োগের পর বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক৷ এমনকী, প্রাক্তন উপাচার্য বাবুরিকে বরখাস্তর বিরোধিতা করে, পরপর ৭০ জন অধ্যাপক কাবুল বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেন৷ যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়৷

আরও পড়ুন:  West Bengal: পুজোর পর ভোট পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রে, জানাল নির্বাচন কমিশন

আফগানিস্তানে (Afghanistan) নতুন করে ক্ষমতা দখলের পর তালিবান আগের কঠোর রীতি থেকে সরে এসেছে বলে জানায়৷ এমনকী, মহিলাদের পড়াশোনা এনং কর্মক্ষেত্রে যোগদানের অধিকার দেওয়া হয় শরিয়তি আইন মেনে৷ এমনও আশ্বাস দেয় তালিবান৷ তবে আফগানিস্তান দখলের পর তালিবান যে কথা দেয়, খাতায় কলমে তার প্রয়োগ কোথায় হচ্ছে বলে প্রশ্ন তুলতে শুরু করেছে প্রায় গোটা বিশ্ব (World)৷