Afghanistan: আফগানিস্তান ছাড়তে বিমানের চাকা থেকে পড়ে মাথা ফেটে নির্মম পরিণতি, শিউরে উঠবেন
বিমান কাবুলের আকাশসীমা ছাড়তে না ছাড়তেই রাজধানী শহরে ওয়ালে সালেকের বাড়ির ছাদে পড়ে যান ২ জন৷
কাবুল, ১৯ অগাস্ট: মার্কিন (US) বিমানে চড়ে দেশ ছাড়তে চেয়েছিলেন কিন্তু ২ আফগানির (Afghan Man) যে নির্মম পরিণতি হয়, তা দেখে কার্যত শিউরে উঠেছে গোটা বিশ্ব৷ কাবুল বিমানবন্দরে যখন হুড়োহুড়ি শুরু হয়, সেই সময় মার্কিন বিমানে উঠতে পারেননি অনেকে৷ বিমানের চাকায় বসে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেন বেশ কয়েকজন৷ ফলে প্রাণ হতে নিয়ে বিমানের চাকায় উঠে বসলে, মাঝ আকাশে পড়ে যান ২ জন৷
বিমান কাবুলের (Kabul) আকাশসীমা ছাড়তে না ছাড়তেই রাজধানী শহরে ওয়ালে সালেকের বাড়ির ছাদে পড়ে যান ২ জন৷ ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে সালেক বলেন, তাঁরা ঘরে বসে টিভি দেখছিলেন, ওই সময় আচমকাই ছাদ থেকে ভয়ঙ্কর শব্দ শুনতে পান৷
আরও পড়ুন: Afghanistan: তালিবানের ভয়, কাবুলের বিউটি পার্লারে কালি মাখানো মহিলা মডেলদের মুখ
তাঁরা ছুটে যান বাড়ির ছাদে৷ সেখানে গিয়ে দেখতে পান ছাদের উপর পড়ে মৃত ২ জন৷ একজনের মাথার খুলি ফেটে যায়৷ দ্বিতীয়জনের পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে যায়৷ ওয়ালে সালেকের স্ত্রী সেই ছবি দেখে ছাদেই অজ্ঞান হয়ে যান৷
পরে জানতে পারেন, মার্কিন বিমানে চেপে দেশ ছাড়ার সময় ২ জন ছিটকে পড়েন৷ কাবুলেই মৃত্যু হয় ওই দুজনের৷
এদিকে তালিবান (Taliban) আফগানিস্তান দখলের পর থেকে ভয়ে দেশ ছাড়তে শুরু করেন অনেকে৷ বিশেষ করে মহিলা এবং শিশুরা৷ তালিবান রাজত্ব থেকে মুক্তি দেয় অনেক মা-কে দেখা যায়, কাবুল বিমানবন্দরের কাঁটাতার গলিয়ে সন্তানকে ছুড়ে দিতে৷ যা দেখে চোখে জল এসে যায় মার্কিন সেনার (US Troops)৷ প্রাণের ভয় না করে, সন্তানকে কীভাবে আফগানিস্তান ছাড়া করতে চাইছেন অনেক মহিলা, সেই ছবি দেখে শিউরে উঠতে শুরু করেছে গোটা বিশ্ব৷