Afghanistan: পঞ্জশিরে কড়া প্রতিরোধের মুখে তালিবান, রেজিস্টেন্স ফোর্সের সঙ্গে লড়াইয়ে নিহত বহু

তালিবান ক্রমাগত পঞ্জশির দখলের চেষ্টা করছে বলে জানান সালেহ৷ তবে তাঁরা আত্মসমার্পণ করবেন না৷ তাঁরা আফগানিস্তানের হয়ে শেষদিন পর্যন্ত লড়াই করবেন বলে জানান৷

Taliban (Photo Credit: Twitter)

কাবুল, ৪ সেপ্টেম্বর: আফগানিস্তানে (Afghanistan) রেজিস্টেন্স ফোর্সের সঙ্গে ফের লড়াই তালিবানের (Taliban)৷ মার্কিন বাহিনী কাবুল (Kabul) ছাড়ার কয়েকদিনের মধ্যেই এবার পঞ্জশিরে তালিবান এবং রেজিস্টেন্স ফোর্সের সঙ্গে লড়াই শুরু হয়৷ পঞ্জশির ক্রমশ তাদের দখলে আসতে শুরু করেছে বলে দাবি তালিবানের৷ অন্যদিকে, রেজিস্টেন্স ফোর্সের দাবি, তাদের সঙ্গে লড়াইয়ের জেরে একাধিক তালিব যোদ্ধার মৃত্যু হয়েছে৷

রেজিস্টেন্স ফোর্সের (Resistance Force) অন্যতম মাথা আমরুল্লা সালেহ ইতিমধ্যেই পালিয়ে গিয়েছেন বলে খবর৷ পাশাপাশি পঞ্জশিরে ( Panjshir) পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক বলে জানা যাচ্ছে বিবিসি সূত্রে৷ যদিও আমরুল্লাহ সালে নিজের পালিয়ে যাওয়ার তত্ত্ব খারিজ করে দিয়েছেন৷ পঞ্জশিরে তালিবাবনের সঙ্গে যে লড়াই শুরু হয়, সেখান থেকে তিনি পালিয়ে যাননি বলে জোর গলায় দাবি করেন সালেহ৷

আরও পড়ুন: Sidharth Shukla: ঘর বাঁধার আগেই ভাঙল, একুশের ডিসেম্বরেই বিয়ের কথা ছিল 'সিডনাজের'

একটি সংবাদমাধ্যমের তরফে সালেহ-র সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তালিবান এবং রেজিস্টেন্স ফোর্স, দুই তরফেই বেশ কয়েকজন ওই ঘটনায় নিহত এবং আহত হয়েছে৷ নিঃসন্দেহে পরিস্থিতি জটিল এই মুহূর্তে৷ তালিবান ক্রমাগত পঞ্জশির দখলের চেষ্টা করছে বলেও জানান সালেহ৷ তবে তাঁরা আত্মসমার্পণ করবেন না৷ তাঁরা আফগানিস্তানের হয়ে শেষদিন পর্যন্ত লড়াই করবেন বলে জানান সালেহ৷ পাশাপাশি তিনি আফগানিস্তান থেকে পালিয়ে গিয়েছেন বলে যে দাবি করা হচ্ছে, তা ভুয়ো বলে দাবি করেন আমরুল্লাহ রেজিস্টেন্স ফোর্সের অন্যতম প্রধান মুখ৷

এদিকে জানা যাচ্ছে, পঞ্জশিরে তালিবান এবং রেজস্টেন্স ফোর্সের লড়াইয়ের জেরে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে৷ তবে তালিবানের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি৷ প্রসঙ্গত রেজিস্টেন্স ফোর্সের নেতৃত্বে রয়েছেন সেখানকার স্থানীয় উপজাতি নেতা আহমেদ মাসুদও৷