Afghanistan: আশ্রয় দেবে বলেও মুখ ফেরাচ্ছে অস্ট্রেলিয়া? দিল্লিতে অসহায় আবেদন আফগানিদের
এদিকে আফগানিস্তান থেকে পালিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি আশরফ গনি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় নিয়েছেন বলে খবর৷
দিল্লি, ১৯ অগাস্ট: তালিবান (Taliban) আফগানিস্তান (Afghanistan) দখল করার পর বিশ্বের বিভিন্ন দেশের কাছে শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আবেদন জানাতে শুরু করেছে রাষ্ট্রসংঘ৷
সেই অনুযায়ী, আমেরিকা, ব্রিটেন, কানাডা সহ একাধিক দেশে আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার কাজ চলছে৷ অস্ট্রেলিয়াও (Australia) আফগান শরণার্থীদের আশ্রয় দিচ্ছে৷ সেই অনুযায়ী, দিল্লিতে (Delhi) অস্ট্রেলিয়ার দূতাবাসের সামনে ভিড় জড়ান আফগান নাগরিকরা৷ কিন্তু সেখানে গেলে প্রথমে একটি ফর্ম ভরতে হচ্ছে, মেল করতে হচ্ছে বলে অভিযোগ৷ এসবের পাশাপাশি অস্ট্রেলিয়া আফগান (Afghan) নাগরিকদের আশ্রয় দেবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস স্পষ্টভাবে কোনও উত্তর দিচ্ছে না বলে অভিযোগ করেন বেশ কয়েকজন আফগানি৷
এদিকে আফগানিস্তান থেকে পালিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি আশরফ গনি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় নিয়েছেন বলে খবর৷ মানবতার খাতিরেই আশরফ গনিকে সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় দেওয়া হয় বলে জানায় সে দেশের বিদেশ মন্ত্রক৷
আরও পড়ুন: Taliban: আফগানিস্তানে ফিরছে কালো দিন? মহিলাদের অধিকার এবং বাক স্বাধীনতা নিয়ে কী বলল তালিবান
অন্যদিকে আশরফ গনিকে নিয়ে আফগানরা রাগে ফুঁসতে শুরু করলে, তিনি ফেসবুক লাইভ করেন৷ গনি জানান, তিনি ফের আফগানিস্তানে ফিরবেন৷ তিনি দেশ না ছাড়লে নীরিহ আফগানদের প্রাণ যেত৷ রক্তপাত এড়াতেই তিনি দেশ ছেড়েছেন বলে জানান আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি৷