Woman Cured of HIV!: বিশ্বে প্রথম, মার্কিন মুলুকে এইচআইভি থেকে মুক্ত মহিলা

মার্কিন মুলুকে মারণ ব্যাধি এইচআইভি থেকে মুক্ত লিউকোমিয়ায় আক্রান্ত রোগী (Woman Cured of HIV) ।

HIV-AIDS (Photo Credit: Pixabay)

ওয়াশিংটন, ১৭ ফেব্রুয়ারি:  মার্কিন মুলুকে মারণ ব্যাধি এইচআইভি থেকে মুক্ত লিউকোমিয়ায় আক্রান্ত রোগী (Woman Cured of HIV) । বিশ্বে এই প্রথম কোনও মহিলা এইচআইভি থেকে মুক্ত হলেন। এই এইচআইভি ভাইরাসের কবলে পড়ে মানুষ এইডসে আক্রান্ত হয়।আক্রান্তের শরীরে স্টেম সেল ট্রান্সপ্লান্টের মাধ্যমে এই ভাইরাসকে রুখে দেওয়া সম্ভব হয়েছে। টানা ১৪ মাস যাবত আর্ট থেরাপি চলার কারণে ওই রোগিণীর শরীরে এইচআইভি ভাইরাসের আর কোনও চিহ্ন নেই। আরও পড়ুন-Pradeep Kottayam Dies: প্রয়াত মালয়লি অভিনেতা প্রদীপ কোট্টায়াম

উল্লেখ্য,  শরীরে বিশেষ ধরনের কোষ তৈরির সক্ষমতা রয়েছে স্টেম সেলের। এনিয়ে স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে তৃতীয় জনের শরীর থেকে এইচআইভি দূর হল।