Woman Sues Colleague: দৃঢ় আলিঙ্গনে ভাঙল পাঁজরের হাড়, পুরুষ সহকর্মীর থেকে ক্ষতিপূরণ আদায়ে আদালতে মহিলা

পুরুষ সহকর্মীর আলিঙ্গনে ভেঙেছে পাঁজরের হাড়। ক্ষতিপূরণ চেয়ে আদালতে গেলেন ওই মহিলা (Woman Sues Colleague)।

Representational Image (Photo Credit -pixabay)

বেইজিং, ১৭ অগাস্ট: পুরুষ সহকর্মীর আলিঙ্গনে ভেঙেছে পাঁজরের হাড়।  ক্ষতিপূরণ চেয়ে আদালতে গেলেন ওই মহিলা (Woman Sues Colleague)। ২০২১-এর মে মাসে  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চিনের হুনান প্রদেশে। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ, দেশে কমছে করোনা গ্রাফ

জানা গেছে, ঘটনার দিন ইউইয়াং শহরে নিজের অফিসে বসেই সহকর্মীর সঙ্গে চ্যাট করছিলেন ওই মহিলা। সেই সময় আলিঙ্গনের প্রস্তাব নিয়ে আসেন এক পুরুষ সহকর্মী। দৃঢ় আলিঙ্গনের জেরে এক সম ওই মহিলা চিৎকার করে ওঠেন। এরপর বাড়িতে এসে বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসক না দেখিয়ে প্রথমে গরম সেঁকের বন্দোবস্ত করেন। তাতেও যখন যন্ত্রণা কমল না তখন চিকিৎসকের কাছে যান তিনি। এক্স-রে করলে দেখা যায়, পাঁজরের তিনটি হাড় ভেঙেছে। দুটি ডান দিকের ও একটি বামদিকের। এরপর টানা চিকিৎসায় খরচ হয়েছে অনেক টাকা। দীর্ঘদিন অফিসে ছুটি নিতে হয়েছে।

সুস্থ হওয়ার পর প্রথমেই ওই মহিলা  পুরুষ সহকর্মীকে বিষয়টি জানিয়ে আদালাতের বাইরেই সমাধান চেয়েছিলেন। তবে পুরুষ সহকর্মী আলিঙ্গনের জেরে দুর্ঘটনা মানতে রাজি হননি। এরপর বাধ্য হয়েই আদালতে যান ওই মহিলা। আবেদনকারীর সমস্ত কথা শুনে আদালত রায় দেয়, পুরুষ সহকর্মীর আলিঙ্গনের কারণেই মহিলা সহকর্মীর পাঁজরের হাড় ভেঙেছে। কারণ ওই পাঁচ দিনে আবেদনকারী এমন কোনও কাজ করেননি, যাতে পাঁজরের হাড় ভাঙতে পারে। তাই পুরুষ সহকর্মী ক্ষতিপূরণ হিসেবে আবেদনকারীকে ভারতীয় মুদ্রায় ১.১৬ লক্ষ টাকা দেবেন।