Bangladesh: বাংলাদেশে আক্রান্ত কলকাতাগামী বাস, প্রকাশ্যে ভারতীয়দের প্রাণনাশের হুমকি

বাংলাদেশের এই হামলার কড়া নিন্দা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনা না থামালে কড়া পদক্ষেপের কথাও বলেছেন তিনি।

বাংলাদেশে আক্রান্ত কলকাতাগামী বাস (ছবিঃX)

নয়াদিল্লিঃ হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ(Bangladesh)। প্রতিনিয়ত সে দেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর হামলার খবর সামনে আসছে। ভারতীয়দের(Indian) উপরও চলছে হামলা। সম্প্রতি ত্রিপুরা(Tripura) থেকে কলকাতাগামী বাসে হামলা চালানোর অভিযোগ উঠল বাংলাদেশিদের বিরুদ্ধে। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার কাছে কলকাতাগামী ওই বেসরকারি পরিবহন সংস্থার বাসে হামলা করা হয়। ইচ্ছাকৃতভাবে বাসটিতে ধাক্কা মারে একটি ট্রাক, এমনটাই জানা গিয়েছে। দুর্ঘটনায় অল্প আঘাত পান যাত্রীরা। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটে ৩০ নভেম্বর। কোনও রকমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় শ্যামলী পরিবহনের বাসটি। এখানেই শেষ নয়, দুর্ঘটনার পর যাত্রীদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ওঠে ভারত বিরোধী স্লোগান।এই ঘটনায় ত্রিপুরার পরিবহনমন্ত্রী জানান, কলকাতাগামী বাসটি সঠিক লেন ধরেই যাচ্ছিল। ইচ্ছাকৃতভাবে বাসের সামনে একটি অটো চলে আসে । সেই সময়ই পিছন থেকে ধাক্কা মারে ট্রাকটি। বাংলাদেশের এই হামলার কড়া নিন্দা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনা না থামালে কড়া পদক্ষেপের কথাও বলেছেন তিনি।

বাংলাদেশে আক্রান্ত কলকাতাগামী বাস, প্রকাশ্যে ভারতীয়দের প্রাণনাশের হুমকি