Guatemala Independence Day Stampede: গুয়াতেমালার স্বাধীনতাদিবস উদযাপনে পদপিষ্ট হয়ে মৃত ৯, আহত ২০ জন

স্বাধীনতা দিবসের উদযাপনে নেমে এল বিষাদের ছায়া। পদপিষ্ট হয়ে মত্যু হল ৯ জনের (Guatemala Independence Day Stampede) । আহত প্রায় ২০ জন।

Guatemala Independence Day Stampede. (Photo Credits: Twitter)

গুয়াতেমালা শহর, ১৬ সেপ্টেম্বর: স্বাধীনতা দিবসের উদযাপনে নেমে এল বিষাদের ছায়া। পদপিষ্ট হয়ে মত্যু হল ৯ জনের (Guatemala Independence Day Stampede) । আহত প্রায় ২০ জন। গুয়াতেমালার স্বাধীনতা দিবসের দিন পশ্চিমাঞ্চলের কুয়েতজালতেনাঙ্গো শহরের একটি কনসার্ট চলাকালীন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই তথ্য জানিয়েছে স্থানীয় রেডক্রস সোসাইটি। আরও পড়ুন- First Look Of Cheetahs: আগামী কাল নামিবিয়া থকে মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্য়ে আসছে এই দুই চিতা, দেখুন ভিডিও

দেখুন ভিডিও

জিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে। সোশ্যাল মিডিয়ার রিপোর্ট অনুসারে গুয়াতেমালার রেডক্রস ও স্বেস্ছাসেবক দমকলকর্মীরা পদপিষ্টের ঘটনায় আহত ২০ জনকে স্থিতিশীল করতে পেরেছেন। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর ছিল গুয়াতেমালার স্বাধীনতা পাওয়ার ২০১-তম বছর। এই দিনেই স্পেন থেকে একসঙ্গে স্বাধীন হয়েছিল গুয়াতেমালা, হন্ডুরাসা, নিকারাগুয়া, কোস্টারিকা, এল সালভাদর। স্বাধীনতাদিবস উপলক্ষে মেলার মাঠে কনসার্টের আয়োজন করা হয়। সেই কনসার্ট শেষে বেরনোর গেটেই পদপিষ্ট হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে।



@endif