COVID-19 In China: দেশের ৮০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত, জানাচ্ছেন চিনের সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞ
চিনের ৮০ শতাংশ মানুষ করোনায় (Covid-19) আক্রান্ত হয়েছেন বলে দাবি করলেন সেদেশের একজন নামকরা সরকারি বিজ্ঞানী (Prominent government scientist)।
বেজিং: চিনের (China) ৮০ শতাংশ মানুষ করোনায় (Covid-19) আক্রান্ত হয়েছেন বলে দাবি করলেন সেদেশের একজন নামকরা সরকারি বিজ্ঞানী (Prominent government scientist)। প্রতি ১০ জন মানুষের মধ্যে কমপক্ষে আটজন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেই তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে আন্তর্জাতিক একটি সংবাদসংস্থা।
চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন (China's Center for Disease Control and Prevention)-এর চিফ এপিডেমাইলোজিস্ট (Chief Epidemiologist) ওয়াউ জুনেইউ দাবি করেন বর্তমানে করোনার যে ঢেউ চিনে উঠেছে তাতে ইতিমধ্যেই দেশের ১৪০ কোটির বেশি জনসংখ্যার মধ্যে কমপক্ষে ৮০ শতাংশ আক্রান্ত হয়েছেন।
ওই বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ এমন সময় এই দাবি করেছেন যখন চিনের বেশিরভাগ মানুষ নববর্ষ পালনের জন্য দেশের বিভিন্ন প্রান্তে জড়ো হতে শুরু করেছেন। কিন্তু, এর ফলে করোনার প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি আরও উল্লেখ করেছেন, "পরিস্থিতি খুবই খারাপ হতে চলেছে কারণ চিনের বেশিরভাগ মানুষই বর্তমানে করোনার কবলে। খুব ধীরে ধীরে দেশের প্রায় সব জায়গাতেই ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। আগামী দু-তিন মাসের মধ্যে এর ফল বোঝা যাবে।"