Spain Nightclub Fire: স্পেনের নাইটক্লাবে আগুন লেগে মৃত কমপক্ষে ৭, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো
নাইটক্লাবে (Nightclub Fire) পার্টি চলার আগুন (fire) লেগে মৃত্যু হল কমপক্ষে সাতজনের। জখম হয়েছেন আরও চারজন। অনেকে নিখোঁজ বলে জানা গেছে।
মুরিকা: নাইটক্লাবে (Nightclub Fire) পার্টি চলার আগুন (fire) লেগে মৃত্যু হল কমপক্ষে সাতজনের। জখম হয়েছেন আরও চারজন। অনেকে নিখোঁজ বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে স্পেনের (Spain) মুরিকা (Murcia) শহরে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এপ্রসঙ্গে মুরিকার মেয়র জানান, এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। সেই চেষ্টা চলছে। আমাদের আধিকারিকরা উদ্ধার কাজ চালানোর পাশাপাশি আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। মুরিকার দমকল দফতরের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা আগুনের উত্তাল শিখা নিয়ন্ত্রণ করে তাকে নেভানোর চেষ্টা করছে। তাঁদের চেষ্টার মাঝেই ছাদের একটি অংশ ভেঙে পড়তে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্পেনের স্থানীয় সময় সকাল ৬টার সময় লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক চাপা পড়ে আছে বলে খবর। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে। আরও পড়ুন: Vikram Doraiswami Incident: ভারতীয় রাষ্ট্রদূতকে আটকানোর বিষয়ে মুখ খুললেন ব্রিটেনের গুরুদ্বারার সাধারণ সম্পাদিকা প্রভজ্যোত কাউর, ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য
দেখুন ভিডিয়ো: