Earthquake in Tajikistan: ভোররাতে ভয়াবহ কম্পন তাজিকিস্তানে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৮

এদিন ভোর ৫টা ৩৭ মিনিটে এক প্রবল কম্পন অনুভব করেন স্থানীয় বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮।

প্রতীকী ছবি

নিত্যদিনই পৃথিবীর নানা প্রান্ত কেঁপে উঠছে ভূমিকম্পে। বৃহস্পতিবার ভোররাতে কেঁপে উঠল তাজিকিস্তান (Earthquake in Tajikistan)। এদিন ভোর ৫টা ৩৭ মিনিটে এক প্রবল কম্পন অনুভব করেন স্থানীয় বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮।

তুরস্ক, সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের রেশ এখনও কাটেনি। তারই মাঝে তাজিকিস্তানে ভয়াবহ ভূমিকম্প (Earthquake in Tajikistan)। ভূমিকম্পের উৎসস্থল ছিল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের মাত্রা প্রবল থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের প্রায় ২০ মিনিট পরে আফটারশক অনুভূত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও  এখনও অবধি কোন প্রাণনাশ কিংবা বিপর্যয়ের খবর মেলেনি।

উল্লেখ্য, দিন কয়েক আগেই একের পর এক তীব্র ভূমিকম্প মৃত্যুপুরীতে পরিণত করেছে তুরস্ক এবং সিরিয়াকে (Earthquake in Turkey and Syria) দুই দেশকে। ঘর বাড়ি স্কুল কলেজ অফিস ধ্বসে পড়ে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে সাজানো গুছানো দুই দেশ। মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজারে। তুরস্ক সিরিয়ার ভয়াবতার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব।