IPL Auction 2025 Live

Earthquake in Philippines: আবার ভূমিকম্প, গভীর রাতে শক্তিশালী কম্পন ফিলিপিন্সে

ভূমিকম্পের জেরে তাৎক্ষণিক কোন ক্ষয়ক্ষতি না হলেও এর একাধিক আফটার এফেক্ট হতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

প্রতীকী ছবি

মধ্যরাতে কেঁপে উঠল ফিলিপিন্স (Earthquake in Philippines)। বুধবার রাত ২ টো নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের জেরে তাৎক্ষণিক কোন ক্ষয়ক্ষতি না হলেও এর একাধিক আফটার এফেক্ট হতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃঘূর্ণিঝড়ের পর ভূমিকম্প, কেঁপে উঠল বিপর্যস্ত নিউজিল্যান্ড

একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে বিভিন্ন দেশ। ভূমিকম্পের জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক সিরিয়া (Earthquake In Turkey)। সাজানো গোছানো একটা দেশে কয়েক ঘণ্টায় ধ্বংসস্তূপের রূপ নিয়েছে। আতঙ্কের আর এক নাম হয়ে উঠেছে ভূমিকম্প।

বুধবার গভীর রাতে যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন ফিলিপিন্সবাসী, সেই সময়ে কম্পন অনুভব করেন তাঁরা (Earthquake in Philippines)। বাড়ির আসবাবপত্র ভেঙে পড়তে শুরু করে। বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনেকেই। তবে এখনও অবধি কোন হতাহতের খবর মেলেনি। তবে ভূমিকম্পের উৎসস্থল মাসবাটে-তে আফটার এফেক্টের আশঙ্কায় বৃহস্পতিবার স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ তুরস্ক, সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্প, উপগ্রহ চিত্রে ছবি দেখে চমকে উঠল গোটা বিশ্ব

উল্লেখ্য, গত বছর অক্টোবরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর ফিলিপিন্স (Earthquake in Philippines)। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ওই ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সে দেশে। ওই ভূমিকম্প প্রাণ কেড়েছেন বহু মানুষের।