COVID-19 Cases in France: ১দিনে সংক্রামিত ৫২ হাজার ১০ জন, করোনার সেকেন্ড ওয়েভ শুরুতেই কড়া লকডাউনে ফ্রান্স
সমগ্র ইউরোপ জুড়ে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ল ফ্রান্স। সেখানে একদিনে নতুন করে সংক্রামিত ৫২ হাজার ১০ জন। সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, শনিবার একদিনে প্যারিসে করোনায় আক্রান্ত হন ৪৫ হাজার ৪২২ জন। করোনাভাইরাস মহামীরর শুরু থেকে ফ্রান্সে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ১১ লক্ষ ৩৮ হাজার ৫০৭ জন। করোনা আক্রান্তের নিরিখে গত ২৩ অক্টোবর ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে ১০ লাখের গণ্ডী ছাড়িয়েছে ফ্রান্স। রবিবার সেখানে ১১৬ জনের মৃত্যু হয়েছে।
প্যারিস, ২৬ অক্টোবর: সমগ্র ইউরোপ জুড়ে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ল ফ্রান্স। সেখানে একদিনে নতুন করে সংক্রামিত ৫২ হাজার ১০ জন। সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, শনিবার একদিনে প্যারিসে করোনায় আক্রান্ত হন ৪৫ হাজার ৪২২ জন। করোনাভাইরাস মহামীরর শুরু থেকে ফ্রান্সে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ১১ লক্ষ ৩৮ হাজার ৫০৭ জন। করোনা আক্রান্তের নিরিখে গত ২৩ অক্টোবর ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে ১০ লাখের গণ্ডী ছাড়িয়েছে ফ্রান্স। রবিবার সেখানে ১১৬ জনের মৃত্যু হয়েছে। সেদেশের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে সবমিলিয়ে করোনার মৃত্যু মিছিলে শামিল মোট ৩৪ হাজার ৭৬১ জন। আরও পড়ুন-Coronavirus Cases In India: দশমীতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৭৯ লাখ, মৃত্যু মিছিলে শামিল ১,১৯,০১৪
শুক্রবার সেখানে নতুন করোনা আক্রান্তের পরিসংখ্যান ছিল ১৫.১ শতাংশ। শনিবার সেটা বেড়ে হয় ১৬ শতাংশ। রবিবারের হিসেবে তা ১৭ শতাংশ ছুঁয়েছে। গত সেপ্টেম্বরেই সেখানে নতুন করোনা আক্রান্তের পরিসংখ্যান ছিল ৪.৫ শতাংশ। করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হতেই ফ্রান্সের সরকারের তরফে দেশের বেশিরভাগ অংশেই কড়া লকডাউন চালু হয়েছে। মূলত সংক্রমণ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্স সরকারের তরফে আগামী ৬ সপ্তাহের জন্য দেশের ৪৬ মিলিয়ন জনতাকে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে। গত ২৪ অক্টোবর সেদেশে জরুরি স্বাস্থ্যবিধি চালু হয়েছে। ২০২১-এর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই হেলথ ইমার্জেন্সি চলবে। স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান রীতিমতো সাবধান করে দিয়ে জানিয়েছেন, এই লকডাউন আরও কড়া ও দীর্ঘ হতে পারে।আমরা যাই করি না কেন সংক্রমণ ও তার জেরে মৃত্যুর হার আগামী দিনে হু হু করে বাড়বে।