Afghanistan: আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, মৃত ৫০
তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, কুন্দুজে যে বিস্ফোরণ হয়, তার জেরে যাঁদের মৃত্যু হয়, তাঁদের মধ্যে অনেকে আফগান নাগরিক নন৷ বিস্ফোরণের জেরে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরচিয় জানার চেষ্টা চলছে বলেও জানান জবিউল্লাহ মুজাহিদ৷
কাবুল, ৮ অক্টোবর: ফের বিস্ফোরণ আফগানিস্তানে (Afghanistan)৷ শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ শহরে বিস্ফোরণের জেরে ৫০ জনের মৃত্যু হয়৷ যার মধ্যে ৩৫ জনের মৃত্যু হয় হাসপাতালে (Hospital) ভর্তির পর৷
তালিবান (Taliban) মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, কুন্দুজে বিস্ফোরণের জেরে যাঁদের মৃত্যু হয়, তাঁদের মধ্যে অনেকে আফগান নাগরিক নন৷ বিস্ফোরণের জেরে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান জবিউল্লাহ মুজাহিদ৷
আরও পড়ুন: Aryan Khan Drug Case: জেলেই থাকছেন আরিয়ান, ফের জামিন নাকচ শাহরুখ পুত্রের
এদিকে কুন্দুজ মসজিদে বিস্ফোরণের পর তার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ তবে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর তরফেই ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান৷ শুক্রবার জুম্মার নামাজের সময় বিস্ফোরণ হয়৷ নামাজের সময় বিস্ফোরণ হওয়াতেই মৃতের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে৷