Alligator: বাচ্চাদের সঙ্গে খেলছিল, বাড়ি থেকে উদ্ধার ৩৪০ কেজির কুমির!
ফ্লোরিডায় (Florida) একটি বাড়ি থেকে উদ্ধার হল ১১ ফুটের বৃহৎ মাপের কুমির (Alligator)। ৩৪০ কেজি ওজনের ওই কুমিরটি পুষছিলেন টনি কাভালারো নামে এক ব্যক্তি। জানা যাচ্ছে, গত সপ্তাহে যখন পরিবেশ সংরক্ষণ পুলিশ অফিসাররা ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাতে যায় তখন ওই কুমিরটি কয়েকজন বাচ্চার সঙ্গে সুইমিং পুলে ছিল। ইতিমধ্যেই কুমিরটিকে বাজেয়াপ্ত করেছে স্থানীয় পরিবেশ সংরক্ষণের আধিকারিকরা।
তদন্তসূত্রে জানা গিয়েছে, ৩০ বছর বয়সী কুমিরের নাম অ্যালবার্ট। তাঁকে দীর্ঘদিন ধরেই পুষছিল টনি। এমনকী বন্যপশু পোষার জন্য লাইসেন্সও বানিয়েছিল সে। কিন্তু ২০২১-এর তার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর সেটি রিনিউ করার জন্য আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। তবে তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, এই লাইসেন্সের মাধ্যমে ঘরের মধ্যে কখনই হিংস্র জন্তু রাখার নিয়ম নেই।
এদিকে ওই কুমিরের শারীরিক অবস্থা ভালো নয়। দুটো চোখেই অন্ধত্ব রয়েছে। এছাড়া মেরুদন্ডের সমস্যা রয়েছে। তাই আপাতত ওই কুমিরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, অন্যদিকে টমের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা ধার্য করেছে স্থানীয় প্রশাসন। তবে অন্যদিকে, পোষ্য অ্যালবার্ট ফিরিয়ে আনতে মরিয়া টনি কাভালারো।