Pakistan Floods: পাকিস্তানে ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত মৃত ৩৪, আহত ৫০

ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান (Pakistan Flood)। এর জেরে গত ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

According to the NDMA, at least 17 children and seven women were among the victims. (Photo credits: PTI)

ইসলামাবাদ, ২৬ অগাস্ট:  ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান (Pakistan Flood)। এর জেরে গত ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫০। জানাল, ন্যাশনাল ডিজাসটার ম্যানেজমেন্ট অথরিটি(NDMA) ।আরও পড়ুন- Kerala HC: নামাজ পড়তে কাছাকাছি মসজিদে যান নতুন করে পার্থনাকক্ষ তৈরির প্রয়োজন নেই, কেরালা হাইকোর্ট

এনডিএমএ-এর সূত্রের খবর, মৃতদের মধ্যে ১৭জন শিশু ও ৭জন মহিলা।এর মধ্যে শুধু খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত ৭ জন।  সিন্ধে ১৩ জনের মৃত্যু হয়েছে ও ৪০ জন আহত। বালুচিস্তান ও পাঞ্জাব অঞ্চলে যথাক্রমে ৪ ও ১ জনের মৃত্যু হয়েছে।

এনডিএমএ আরও জানিয়েছে,  এবার পাকিস্তানে জুনের মাঝামাঝি থেকে বর্ষায় মৃত্যুর সংখ্যা ৯৩৭। তার মধ্যে ১৯৮জন মহিলা, ৩৪৩ জন শিশু ও ১৩৪৩ জন আহত হয়েছেন।এছাড়া ৬৭০,৩২৪টি বাড়ি, ১৪৫টি ব্রিজ এবং ১২২ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

 

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now