Bangladesh Boat Capsized: মহালয়ায় পুজো দেওয়ার পথে নৌকাডুবিতে ২৩ জনের সলিল সমাধি

রবিবার দুপুরে বাংলাদেশের কোরোতোয়ে ভয়াবহ নৌকাডুবি দুর্ঘটনা। ১০০জন যাত্রী থাকা নৌকা জলে ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে।

নৌকাডুবি/ প্রতীকী ছবি | (Photo Credits: ANI)

রবিবার দুপুরে বাংলাদেশের কোরোতোয়ে ভয়াবহ নৌকাডুবি দুর্ঘটনা। ১০০জন যাত্রী থাকা নৌকাজলে ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটির ৭৫-৮০ জনের মত যাত্রীকে উদ্ধার করে বোদা উপজিলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহালয়ার পুজো দিতে নৌকা চড়ে স্থানীয় এক মন্দিরে যাচ্ছিলেন যাত্রীরা। দুপুর দেড়টা নাগাদ বোদেশ্বারি হিন্দু মন্দিরে যাওয়ার পথে নৌকটা ডুবে যায়। এখনও জোর কদমে চলছে তল্লাশি। কী কারণে নৌকাডুবি হল তা এখনও পরিষ্কার নয়।

দেখুন টুইট