2020 Nobel Prize in Economics: অর্থনীতিতে নোবেল পেলেন পল মিলগ্রোম ও রবার্ট বি উইলসন
অর্থনীতিতে এবছর নোবেল পুরস্কার পেলেন পল মিলগ্রোম ওঅর্থনীতিতে এবছর নোবেল পুরস্কার পেলেন পল মিলগ্রোম ও রবার্ট বি উইলসন।নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম ফর্ম্যাটগুলির আবিষ্কারের জন্য তাঁদের এই সম্মান প্রদান করা হয়েছে। রবার্ট উইলসন।
স্টকহোম, ১২ অক্টোবর: অর্থনীতিতে এবছর নোবেল পুরস্কার পেলেন পল মিলগ্রোম ও রবার্ট বি উইলসন।নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম ফর্ম্যাটগুলির আবিষ্কারের জন্য তাঁদের এই সম্মান প্রদান করা হয়েছে।অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা করে নোবেল কমিটি জানিয়েছে, নিলাম কীভাবে কাজ করে এবং দরদাতারা কেন একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করেন এই দুই অর্থনীতিবিদ তা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করেছেন। এছাড়াও তাঁরা পণ্য-সেবা বিক্রির জন্য সম্পূর্ণ নতুন নিলাম পদ্ধতিও আবিষ্কার করেছেন।
অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার প্রবর্তিত হয় ১৯৬৮ সালে। সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্ক এই পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। এ কারণে এ পুরস্কারের মূল নাম The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel। সুইডেনের রয়্যাল অ্যাকাডেমি অফ সায়েন্স পুরস্কার প্রদানের বিষয়টি পরিচালনা করে। ১৯৬৯ সালে প্রথমবারের মতো অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন তিন অর্থনীতিবিদ। তাঁরা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার।