Libya Shocker: লিবিয়ায় ফের গণকবর থেকে উদ্ধার ১৫টি বেওয়ারিশ দেহ, দেখুন ভিডিও

লিবিয়ায় (Libya Shocker) মাটি খুঁড়ে উদ্ধার ১৫টি বেওয়ারিশ মৃতদেহ।

Libya Mass Graves (Photo Credits: Twitter)

ত্রিপোলি, ১ সেপ্টেম্বর:  লিবিয়ায় (Libya Shocker) মাটি খুঁড়ে উদ্ধার ১৫টি বেওয়ারিশ মৃতদেহ। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৪৫০ কিমি দূরে সির্তে শহরেএই গণকবরের সন্ধান মিলেছে। আরও পড়ুন-UP Shocker: চাষের জমি থেকে বিগ্রহ উদ্ধারের ভুয়ো ছক কষে অর্থোপার্জনের চেষ্টা, শ্রীঘরে ভণ্ড (দেখুন ভিডিও)

জিনহুয়া নিউজ সংবাদ সংস্থা সূত্রে খবর, আইবিএন সিনা ইউনিভার্সিটি হাসপাতালের মাঠে ১৫টি বেওয়ারিশ মৃতদেহ পাওয়া গেছে এবং এগুলি কার তা শনাক্তকরণের ব্যবস্থা চলছে।

দুটি বড়ো কবরের একটিতে ৭ টি ও আরেকটিতে ৮টি মৃতদেহ উদ্ধার হয়েছে। যেসব পরিবার থেকে সদস্যদের নিখোঁজ হওয়ার অভিযোগ থানায় করা হয়েছিল, সেই সব পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। নিখোঁজ সদস্যদের চিহ্নিত করতে  পরিবারের জীবিত সদস্যদের ডিএনএ মিলিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অগাস্ট মাসে ১০০টি বিভিন্ন গোপন কবর থেকে ২৮৬টি মৃতদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে ১৫৪ জনের দেহ ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা গেছে এবং আরও মৃতদেহ শনাক্তকরণের কাজ চলছে। ২০১১ সালে একনায়ক মুয়াম্মার গদ্দাফির উৎখাতের পর থেকে দেশে অশান্তি লেগেই আছে।

দেখুন ভিডিও



@endif