Indian-Origin man murdered in UK: ইংল্যান্ডে কিশোরের হাতে নির্মমভাবে খুন ভারতীয় বংশোদ্ভূত প্রৌঢ়, গ্রেফতার অভিযুক্ত

বছর ১৪-এর কিশোরের হাতে খুন ৮০ বছরের প্রৌঢ়। গত সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব ইংল্যান্ডের লেস্টার এলাকায়।

প্রতীকী ছবি

বছর ১৪-এর কিশোরের হাতে খুন ৮০ বছরের প্রৌঢ়। গত সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব ইংল্যান্ডের লেস্টার (Leicester) এলাকায়। জানা যাচ্ছে, মৃত ব্যক্তি ভীম কোহলি দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বসবাস করছেন। গত ২ সেপ্টেম্বর তিনি তাঁর কুকুরকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন, সেই সময় তাঁর ওপরে হামলা চালায় ওই কিশোর। প্রৌঢ়ের আর্তনাদে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করালে দিনদুয়েকের মধ্যে মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে সন্দেহভাজন ৩-৪ জন কিশোরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তারপরেই অভিযুক্ত কিশোরকে চিহ্নিত করে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।

পুলিশসূত্রে খবর, অভিযুক্ত কিশোর মৃত ব্যক্তি ঘাড়ে আক্রমণ করে। আর সেখান থেকে প্রবল রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়। যদিও ওই কিশোরের সঙ্গে প্রৌঢ় ও তাঁর পরিবারের পূর্ব শত্রুতা ছিল না বলেই দাবি পুলিশ। তাহলে কেন তাঁকে খুন করা হল সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও গ্রেফতারির পর থেকে কোনও মন্তব্য করেনি ওই নাবালক। তবে সে নির্দোষ এবং ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে বলে দাবি অভিযুক্তের পরিবারের। যদিও এই ঘটনার এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে লেস্টার পুলিশ প্রশাসন।

অন্যদিকে মৃত ব্যক্তির পরিবারের দাবি, ভীম কোহলি নিতান্তই শান্ত স্বভাবের ব্যক্তি ছিলেন। কারোর সঙ্গেই কোনওরকমের ঝামেলা ছিল না তাঁর। ফলে আকষ্মিক এই ঘটনায় তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত। তাঁরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবি করছে। যদিও অভিযুক্ত যেহেতু নাবালক, তাই সেই অনুযায়ী তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।