IPL Auction 2025 Live

China: তাইওয়ানে হামলার পরিকল্পনা জিনপিংয়ের? '১.৪০ লক্ষ সেনা, ৯৫৩টি যুদ্ধ জাহাজ তৈরি' চিনের

৫৭ মিনিটের ওই অডিও ক্লিপে চিনা বাহিনীকে বলতে শোনা যায়, তাইওয়ানের জন্য ১.৪০ লক্ষ সেনা, ৯৫৩টি যুদ্ধ জাহাজ তৈরি রয়েছে। জন্মসূত্রে চিনা এমনই এক মানবাধিকার কর্মী নিজের ট্য়ুইটার হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করেন।

Xi Jinping (Photo Credit: Twitter)

ইউক্রেনে (Ukraine)  রাশিয়ার (Russia) হানাদারির পর এবার কি তাইওয়ানে বিশেষ সেনা অভিযান চালাবে চিন? এমনই জল্পনা শুরু হয়েছে একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকে। যে অডিও ক্লিপে চিনের (China) সেনা বাহিনীর একাধিক মন্তব্য উঠে আসতে শুরু করে বলে খবর। তাইওয়ানে কীভাবে বিশেষ অভিযান চালানো যায়, তা নিয়ে চিনা সেনা বাহিনীর একাধিক আধিকারিককে কথা বলতে শানা যায় বলে রিপোর্টে প্রকাশ। যে অডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই চিনকে সাবধান করেন মার্কন প্রেসিডেন্ট জো বাইডেন। চিন যেন আগুন নিয়ে না খেলতে নামে বলে মন্তব্য করেন বাইডেন (Joe Biden)। এমনকী, চিন যদি তাইওয়ানে সেনা অভিযান চালায়, তাহলে সে দেশের বাহিনীকে সাহায্য করবে মার্কিন সেনা। এভাবেও চিনকে হুঁশিয়ারি দিয়ে রাখেন জো বাইডেন। মার্কিন (US) প্রেসিডেন্ট বলেন, তাইওয়ানে চিন সেনা অভিযান চালালে, আমেরিকা চুপ করে বসে থাকবে না।

প্রসঙ্গত ৫৭ মিনিটের ওই অডিও ক্লিপে চিনা বাহিনীকে বলতে শোনা যায়, তাইওয়ানের জন্য ১.৪০ লক্ষ সেনা, ৯৫৩টি যুদ্ধ জাহাজ তৈরি রয়েছে। জন্মসূত্রে চিনা এমনই এক মানবাধিকার কর্মী নিজের ট্য়ুইটার হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করেন।

আরও পড়ুন:  Pakistan PM Shehbaz Sharif: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের সমর্থনে ট্যুইট পাক প্রধানমন্ত্রীর

চিন যদি তাইওয়ানে (Taiwan) সেনা অভিযান চালায়, তাহলে গোটা বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। শুধু তাই নয়, চিনা সেনা বাহিনীর ওই অডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।