Narendra Modi: রাশিয়ার সর্বোচ্চ অসমারিক সম্মান ১৪০ কোটি ভারতবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র মুকুটে নয়া পালক। দেশের মসনদে টানা তৃতীবার বসার পর প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াকে বেছে নেন মোদী। আর পুতিনের দেশে গিয়ে বড় সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী।

PM Narendra Modi. (Photo Credits: X)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র মুকুটে নয়া পালক। দেশের মসনদে টানা তৃতীবার বসার পর প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াকে বেছে নেন মোদী। আর পুতিনের দেশে গিয়ে বড় সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী। রাশিয়ার সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেওয়া হল প্রধানমন্ত্রী মোদী-কে। রাশিয়ার সর্বোচ্চ অসমারিক সম্মান পাওয়ার পর এক্স বার্তায় প্রধানমন্ত্রী মোদী রাশিয়ান সরকারকে ধন্যবাদ জানিয়ে এই পুরষ্কার ১৪০ কোটি ভারতবাসীকে উৎসর্গ করার কথা জানালেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজে রাশিয়ার ঐতিহাসিক ও ঐতিহবাহী সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসেল' () সম্মানের পদক মোদীর গলায় পরিয়ে দেন। ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষি সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মোদীকে আগেই এই সর্বোচ্চ অসামরিক সম্মানের জন্য মনোনিত করেছিল রাশিয়া।

দেখুন মোদীর এক্স বার্তা

দেখুন ভিডিয়ো

এবার আনুষ্ঠানিকভাবে সেটি প্রদান করলেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নামায় আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে একেবারে কোণঠাসা রাশিয়া। যুদ্ধপরাধে পুতিনের বিরুদ্ধে বেশ কিছু দেশে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে। এমন সময় চিন, উত্তর কোরিয়া, আরব দেশগুলির মত ভারতকেও কাছে টানতে মরিয়া পুতিন।