Iron Beam Laser: এবার লেজার রশ্মীতেই শত্রুদের ঘাতক মিসাইল ধ্বংস করবে ইজরায়েল

এবার আর শুধু আয়রন ডোম (Iron Dome) নয়। ইজরায়েল এবার নিজেদের আত্মরক্ষার মজবুত ভাণ্ডারে আনতে চলেছে 'আয়রন বিম লেজার' IIron Beam Laser)।

Laser interception system. (Photo Credits: X)

তেল আভিভ, ২৬ অক্টোবর:  এবার আর শুধু আয়রন ডোম (Iron Dome) নয়। ইজরায়েল এবার নিজেদের আত্মরক্ষার মজবুত ভাণ্ডারে আনতে চলেছে 'আয়রন বিম লেজার' IIron Beam Laser)। লেজার রশ্মিতেই আকাশ পথে শত্রুপক্ষের ছোট-বড় সব মিসাইল, ড্রোন, রকেটকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই আয়রন লেজার বিম। আয়রন ডোমের মতই এটিকে ব্যবহার করা যাবে। শুধু গুলি বা বোমার বদলে লেজারের ব্যবহারে আকাশপথে থেকে উড়ে আসা মিসাইল, ড্রোন ধ্বংস করতে পারবে 'আয়রন বিম লেজার'। এটিকে কেনার জন্য ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সারছে ইজরায়েল। সম্প্রতি ইজরায়েলের আয়রন ডোমের ১০০ শতাংশ কার্যকারিতে নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি আয়রন ডোমের সুরক্ষা কবচ ভেঙে হেজবুল্লার ড্রোন ইজরায়েল সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে বড় ক্ষতি করে ফেলে। বেঞ্জামিন নেতানিয়াহু এবার তাদের ডিফেন্স আরও মজবুত করছে।

দেশটার চারিদিকে শত্রু। একদিকে লেবানন, সিরিয়া। তো অন্যদিকে, ইরান, জর্ডন। মধ্যপ্রাচ্যে ইজরায়েল বন্ধু দেশ প্রায় নেই। তাদের দিকে লক্ষ্য করে কখনও লেবাননের হেজবুল্লা, তো কখনও সরাসরি ইরান কিংবা সিরিয়া থেকে উড়ে আসে ঘাতক রকেট মিসাইল। গত পয়লা অক্টোবর ইরান থেকে একের পর এক মিসাইল বর্ষণ করা হয় ইজরায়েল।

আসছে আয়রন বিম লেজার

ইজরায়েলের আকাশ জুড়ে দেখা যায় শয়ে শয়ে ইরানের ঘাতক মিসাইল। কিন্তু ইজরায়েলের অতি বিখ্যাত 'আয়রন ডোম'একের পর এক ইরানের মিসাইল রুখে দিয়েছিল। গত এক বছরে শত্রু পক্ষের একের পর এক মিসাইল ড্রোন হামলা রুখে দিতে পেরেছে ইজরায়েলের আয়রন ডোম। তবে মাঝেমাঝেই আয়রন ডোম ব্যর্থ হওয়ায় ইজরায়েলের ক্ষতি হচ্ছে।