Raiganj: বাইক বাহিনীর দৌরাত্মের প্রতিবাদ করার মাশুল, প্রতিবেশী যুবকের মুখে অ্যাসিড ছুড়ল ভাড়়াটে

পাড়ায় সদ্যই বাড়ি ভাড়া নিয়ে এসেছে কয়েকজন বিহারের বাসিন্দা। আর আসার পরেই হামেশাই অশান্তি হচ্ছে এলাকার পুরোনো বাসিন্দাদের।

পাড়ায় সদ্যই বাড়ি ভাড়া নিয়ে এসেছে কয়েকজন বিহারের বাসিন্দা। আর আসার পরেই হামেশাই অশান্তি হচ্ছে এলাকার পুরোনো বাসিন্দাদের। রাতের পর রাত বাইকের আওয়াজ, মহিলারা বাইরে বেরোলেই করা হয় কটুক্তি। আর এইসবে অতিষ্ট হয়েই প্রতিবাদ করেছিলেন পাড়ার যুবকরা। শুক্রবার রাতেও এই নিয়ে প্রতিবাদে নামেন পাড়ার যুবক সঞ্জয় গোয়ালা। আর তারপরেই তাঁর ওপর অ্যাসিড দিয়ে হামলা চালাল ওই ভাড়াটে যুবকরা। এদিন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের (Raiganj) খড়মজুাঘাট সংলগ্ন তুলসীতলা এলাকায়। আক্রান্ত যুবক ভর্তি রায়গঞ্জ হাসপাতালে। অন্যদিকে এই ঘটনায় গ্রেফতার এক যুবক।

জানা যাচ্ছে, দিনকয়েক আগে অভিযুক্তদের সঙ্গে ঝামেলা হয়েছিল প্রতিবেশীদের। সেই সময় সঞ্জয় এগিয়ে এসে কড়া প্রতিবাদ করেছিল। শুক্রবার রাতেও ঝামেলা হয়। তখন সঞ্জয়কে দেখেই তেড়েফুঁড়ে ওঠে ভিনরাজ্যের যুবকরা। অভিযোগ, প্রথমে তাঁর ওপর ছুরি দিয়ে হামলা চালানো হয়। এই ছুরিঘাতে তাঁর হাত কেটে যায়। এরপর তার মুখে তরল পদার্থ ছুড়ে মারে। তরলটি গায়ে পড়তেই যন্ত্রণায় চিৎকার করে সঞ্জয় ঘরের মধ্যে পালিয়ে যায়।

তারপর তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরিবারের তরফ থেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হলে প্রিন্স কুমার নামে এক যুবককে গ্রেফতার করা হয়। যদিও এই ঘটনায় আরও এক যুবক জড়িত রয়েছে। ইতিমধ্যেই তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।



@endif