World Press Freedom Day 2020: 'নির্ভীকভাবে সংবাদমাধ্যমকে তার দায়িত্ব পালন করতে হবে', ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-তে টুইট মমতা ব্যানার্জির

আজ ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে (World Press Freedom Day 2020)। UNESCO ঘোষিত এ দিনটি বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হয়। প্রেস ফ্রিডম ডে-তে সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানাার্জি (CM Mamata Banerjee)। তিনি লেখেন, "সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং নির্ভীকভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। সমাজে অবদানের জন্য আমরা সাংবাদিকদের শ্রদ্ধা করি। বাংলায় আমাদের সরকার সাংবাদিকদের কল্যাণে অনেক উদ্যোগ নিয়েছে। আমাদের সরকার সাংবাদিকদের সহ করোনা মোকাবিলায় সামনের সাড়িতে লড়াই করা কর্মীদের জন্য ১০ লাাখ পর্যন্ত স্বাস্থ্য বীমা ঘোষণা করেছে।"

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo: facebook)

কলকাতা, ৩ মে: আজ ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে (World Press Freedom Day 2020)। UNESCO ঘোষিত এ দিনটি বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হয়। প্রেস ফ্রিডম ডে-তে সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানাার্জি (CM Mamata Banerjee)। তিনি লেখেন, "সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং নির্ভীকভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। সমাজে অবদানের জন্য আমরা সাংবাদিকদের শ্রদ্ধা করি। বাংলায় আমাদের সরকার সাংবাদিকদের কল্যাণে অনেক উদ্যোগ নিয়েছে। আমাদের সরকার সাংবাদিকদের সহ করোনা মোকাবিলায় সামনের সাড়িতে লড়াই করা কর্মীদের জন্য ১০ লাাখ পর্যন্ত স্বাস্থ্য বীমা ঘোষণা করেছে।"

১৯৯১ সালে UNESCO-র ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক রাষ্ট্রসংঘ ১৯৯৩ সাল থেকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালনের সিদ্ধান্ত নেয়। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও প্রাণ দেওয়া সাংবাদিকদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়ে থাকে। আরও পড়ুন: Coronavirus In West Bengal: করোনা জয় করে এমআর বাঙুর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৪৬ জন

করোনাভাইরাসের মহামারির সময়ে ভুয়া খবর ও তথ্যের বিরুদ্ধে সাংবাদিকেরা প্রতিষেধকের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে দেওয়া এক ভিডিয়ো বার্তায় তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে সাংবাদিকদের আরও বেশি সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলন তিনি।



@endif