R G Kar Protest: দিকে-দিকে প্রতিবাদের ঢেউ, আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাতের পর এবার ভোর দখল, দেখুন ভিডিয়ো
শুনানির ঠিক আগের দিন ন্যায়বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন বঙ্গবাসী। কলকাতা থেকে জেলা প্রতিবাদের ঝড় উঠেছিল সর্বত্র।
কলকাতাঃ আর জি কর কাণ্ডের(RG Kar rape-murder case) প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদের ঢেউ। ন্যায় বিচারের দাবিতে 'রাত দখল(Reclaim the night)'-এর পর এ বার 'ভোর দখল' কর্মসূচিতে শামিল বাংলার মানুষ। ৯ সেপ্টেম্বর ভোরবেলা মোববাতি হাতে রাস্তায়-রাস্তায় প্রতিবাদ মিছিলে হাঁটলেন শিলিগুড়ির(Siliguri) মানুষ। রাত জেগে ভোর পর্যন্ত গানে-স্লোগানে চলল প্রতিবাদ। 'জাস্টিস'(Justice) চেয়ে ভোরের আলো দেখলেন অন্দোলনকারীরা। এই প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন অর্জুন পুরষ্কার প্রাপ্ত মান্তু ঘোষসহ আরও গুণীজনেরা। প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার একমাস পূর্ণ হল। আজ সোমবার সুপ্রিম কোর্টে এই আর জি কর মামলার শুনানি। এই শুনানির দিকেই তাকিয়ে গোটা দেশ সহ বিশ্ব। শুনানির ঠিক আগের দিন ন্যায়বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন বঙ্গবাসী। কলকাতা থেকে জেলা প্রতিবাদের ঝড় উঠেছিল সর্বত্র। প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও আন্দোলনকারীদের দাবি একটাই সুবিচার হোক। দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।
শিলিগুড়িতে ভোর দখল, গানে-স্লোগানে চলল প্রতিবাদ