Lake Town: ফের লেকটাউনে হেনস্থার শিকার ২ মহিলা, প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক

Representational Image (Photo Credit: X)

দিনদুয়েক আগে (Lake Town) হেনস্থার শিকার হয়েছিলেন এক মহিলা। প্রতিবাদ জানানোয় মারধর করা হয় তাঁর স্বামীকে। এই ঘটনারই পুনরাবৃত্তি হল গত মঙ্গলবার। জানা যাচ্ছে, এদিন রাতে দুই যুবতী নাচের ক্লাস থেকে ফিরছিলেন। তখন তাঁদের উদ্দেশ্যে কুমন্তব্য করে দুই বাইক আরোহী যুবক। এই কথায় তাঁদের প্রতিবাদ করলেন বাইক থেকে নেমে শ্লীলতাহানি করে অভিযুক্তরা। মহিলাদের সঙ্গে থাকা এক পুরুষ বন্ধু এর প্রতিবাদ করলে তাঁর ওপরেও চড়াও হয় যুবকরা। আতঙ্কে তাঁরা ঘটনাস্থল ছেড়ে পালায়। এরপর আক্রান্তকারীরা দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিত প্রসাদকে বিষয়টি জানান। তারপর লেকটাউন থানায় অভিযোগ জানালে গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

জানা যাচ্ছে, গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে লেকটাউনের এক হোটেল থেকে গ্রেফতার করা হয় দুই যুবককে। দুইদিন আগে উল্টোডাঙা-লেকটাউনের সার্ভিস রোডে এক দম্পতি একইভাবে হেনস্থার শিকার হয়েছিলেন। বিসর্জন সেরে ফেরার পথে নিজের পাড়া থেকে কিছুটা দূরে এক মহিলার শারীরিক গঠন নিয়ে কটুক্তি করা হয়। এর প্রতিবাদ জানালে আক্রান্ত হন তাঁর স্বামী। সেই ঘটনাতেও লেকটাউন থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করা হয়।