Partha Chatterjee: পার্থর দিকে জুতো ছুঁড়ে বিজেপির মালব্যর কাছে 'মহিষাসুরমর্দিনী' তকমা মহিলার

Woman Who Hurled Shoes On Partha Chatterjee (Photo Credit: Twitter)

কলকাতা, ৩ অগাস্ট:  পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপর জুতো ছোড়ার জেরে সংবাদ শিরোনামে শুভ্রা ঘোড়ুই। আমতলার বাসিন্দা শুভ্রা ঘোড়ুইকে নিয়ে যখন জোরদার আলোচনা শুরু হয়েছে, সেই সময় ওই মহিলার প্রশাংসায় পঞ্চমুখ বিজেপির অমিত মালব্য। এমনকী, শুভ্রা ঘোড়ুইকে 'মহিষাসুরমর্দিনী' রূপেও তুলনা করেন অমিত। প্রসঙ্গত মঙ্গলবার জোকার ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুড়ো ছোঁড়েন শুভ্রা ঘোড়ুই। গরিবের টাকা নিয়ে ফ্ল্যাট কেনার উল্লেখ করে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ফুঁসে ওঠেন শুভ্রা।

 

মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে ওই জুতো লাগেনি কিন্তু ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। তিনি বলেন, গরিব মানুষের টাকা নিয়ে এখানে ওখানে ফ্ল্যাট কিনে রেখেছেন পার্থ। প্রাক্তন মন্ত্রীর টাকে জুতো লাগলে তিনি খুশি হতেন বলেও ক্ষোভ উগরে দেন ওই মহিলা।

শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুঁড়ে মারার পর তিনি এখন খালি পায়ে বাড়িতে যাচ্ছেন বলেও জানান সংশ্লিষ্ট মহিলা।