Siliguri: টহলদারিতে গিয়ে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, শিলিগুড়িতে বরখাস্ত মহিলা পুলিশ কর্মী
রাতে টহল দিতে বেরিয়ে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে শিলিগুড়ি পুলিশ লাইনে কর্মরত এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে। বুধবার রাতের সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
মহিলাদের নিরাপত্তার জন্যে চালু হওয়া 'পিঙ্ক পেট্রোল ভ্যান'এর এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। রাতে টহল দিতে বেরিয়ে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে শিলিগুড়ি (Siliguri) পুলিশ লাইনে কর্মরত এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে। বুধবার রাতের সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তরুণী মত্ত অবস্থায় রয়েছে কিনা তা তাঁর ঠোঁটে ঠোঁট দিয়ে বোঝার চেষ্টা করেন ওই পুলিশ মহিলা কর্মী।
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাশরী এলাকায় একটি স্কুলের মাঠে। ওই মাঠেই এল তরুণ এবং ওই তরুণী দাঁড়িয়ে বুধবার সন্ধ্যায় গল্প করছিলেন। অভিযোগ, পিঙ্ক মোবাইল পেট্রোলিং ভ্যানের টহলদারির সময়ে মাঠের ধারে সন্ধ্যায় তাঁদের গল্প করতে দেখে হেনস্থা করে পুলিশ। মারধরের অভিযোগও উঠেছে। হৈ হট্টগোল শুনে জড়ো হয় স্থানীয়রা। এসে পৌঁছন তরুণ তরুণীর পরিবারের সদস্যরাও। সকলের সামনেই ওই তরুণী মত্ত অবস্থায় রয়েছে কিনা তা ঠোঁটে ঠোঁট দিয়ে যাচাই করার চেষ্টা করেন অভিযুক্ত মহিলা পুলিশ কর্মী।
মদ্যপ অবস্থায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে...
এদিকে স্থানীয়দের অভিযোগ, মহিলা পুলিশ কর্মীই ডিউটির সময়ে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। মত্ত অবস্থাতেই ওই তরুণ এবং এক তরুণীকে হেনস্থ করার পাশাপাশি মারধরের অভিযোগ উঠেছে শিলিগুড়ি পুলিশ লাইনের ওই কর্মীর বিরুদ্ধে। ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। শিলিগুড়ি পুলিশের তরফে ঘটনার দায় স্বীকার করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকেরা জানায়েছন, অভিযুক্ত পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক উচ্চপদস্ত আধিকারিক জানান, কর্তব্যরত কোন পুলিশ কর্মীর কাছ থেকেই এই ধরণের আচরণ কাম্য নয়। এমন কোন কিছু বরদাস্ত করা হবে না। তদন্তের ভিত্তিতে ওই উক্ত মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।