Woman Suicide: চোপড়ার পর ফুলবাড়িকাণ্ডে আত্মঘাতী মহিলা, গ্রেফতার ৪ জন
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মহিলাকে বেধড়ক মারধর করা হয়। সেদিন রাতেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন ওই মহিলা।
কলকাতা: চোপড়া কাণ্ডের পর এবার শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়িতে একই ঘটনা ঘটে গিয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মহিলাকে বেধড়ক মারধর করা হয়। মারধরের পর সেদিন রাতেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন ওই মহিলা। মহিলার স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেন, স্থানীয় একদল মহিলা তাঁর স্ত্রীকে জনসমক্ষে হেনস্থা করে এবং বেধড়ক মারধর করে।
আরও পড়ুন: Chopra Incident: চোপড়াকাণ্ডে মুখ খুললেন রাজ্যপাল, প্রশ্ন তুললেন রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে
ঘটনার পর মঙ্গলবার পুলিশ গ্রামে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ সূত্রে খবর,
মারধরের ঘটনায় অভিযুক্ত অনেকেই বাড়িতে তালা দিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে ।এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।