IPL Auction 2025 Live

Babul Supriyo: 'দিদি, অভিষেক আমায় বড় সুযোগ দিয়েছেন, বাংলার উন্নয়নে কাজ করব', বললেন বাবুল

বাবুল সুপ্রিয় বলেন, 'রাজনীতি থেকে সরে গিয়ে ফের ফেরৎ আসার সিদ্ধান্তে তিনি গর্বিত৷ এই মুহূর্তে আমি ভীষণ উত্তেজিত৷ সোমবার আমি দিদির সঙ্গে দেখা করব৷'

Babul Supriyo With Abhishek Banerjee (Photo Credit: Twitter/AITC)

কলকাতা, ১৮ সেপ্টেম্বর: শনিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়৷ কলকাতায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল বলেন, তিনি যখন রাজনীতি থেকে সরে গিয়েছিলেন, তখন মনের ডাক এসেছিল বলেই তা করেছিলেন৷ তবে রাজনীতি থেকে সরে যাওয়া তাঁর ভুল সিদ্ধান্ত ছিল বলে তাঁর শুভাঙ্কাখীরা মনে করতেন৷ সেই কারণে যখন অনেক বড় সুযোগ আসে তৃণমূলে যোগ দেওয়ার, তখন তিনি তা ফেরাননি৷ আবেগের বশবর্তী হয়েই তিনি রাজনীতি থেকে এক সময় সরে গিয়েছিলেন বলেও জানান বাবুল সুপ্রিয়৷

আরও পড়ুন: Babul Supriyo: রাজনীতি ছাড়া তাঁর ভুল সিদ্ধান্ত ছিল, তৃণমূলে যোগ দিয়ে বললেন বাবুল সুপ্রিয়

এসবের পাশাপাশি বাবুল আরও বলেন, 'রাজনীতি থেকে সরে গিয়ে ফের ফেরৎ আসার সিদ্ধান্তে তিনি গর্বিত৷ এই মুহূর্তে আমি ভীষণ উত্তেজিত৷ সোমবার আমি দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে দেখা করব৷ তৃণমূলে আমায় যেভাবে স্বাগত জানানো হয়েছে, তাতে আমি আপ্লুত৷ দিদি আর অভিষেক আমায় অনেক বড় সুযোগ দিয়েছেন৷ তবে আসানসোলের আসন আমায় ধরে রাখতে হবে বলে যে আমি তৃণমূলে যোগ দিয়েছি, এমন নয়৷ আসানসোলের (Asansol) জন্য আমি আবার রাজনীতিতে ফিরেছি৷' তাঁর নিজের সংসদ এলাকার জন্য যতদূর সম্ভব কাজ করবেন বলেও মন্তব্য করেন বাবুল সুপ্রিয়৷