West Bengal Madhyamik Result 2022: কবে কখন মাধ্যমিকের ফল প্রকাশ, দেখে নিন এক ঝলকে
খুব শিগগির চলতি বছরের মাধ্যমিকের (West Bengal Madhyamik Result 2022) ফল ঘোষণা করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
কলকাতা, ২৫ মে: খুব শিগগির চলতি বছরের মাধ্যমিকের (West Bengal Madhyamik Result 2022) ফল ঘোষণা করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তথ্য বলছে খুব তাড়াতাড়ি চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে। যদিও দশম শ্রেণির ফল ঘোষণা নিয়ে পর্যদের তরফে এখনও কোনও অফিশিয়াল বিবৃতি প্রকাশ্যে আসেনি। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল একবার ঘোষণা হয়ে গেলেই পর্ষদের ওয়েবসাইট WBBSE at wbbse.wb.gov.in-এ ফলাফল আপডেট করে দেওয়া হবে।
এক বছর বন্ধ থাকার পর চলতি বছরে ৭ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অতিমারি করোনার কারণে গত বছর ২০২১-এ মাধ্যমিক পরীক্ষার আয়োজন বন্ধ রেখেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক ২০২২-এর ফলাফল কীভাবে দেখবেন
- অফিশিয়াল ওয়েবসাইট WBBSE at wbbse.wb.gov.in ভিসিট করুন।
- ফল ঘোষণা হলেই ওয়েবসাইটের হোম পেজে লিংক দেওয়া থাকবে।
- ফলাফলের লিংকে ক্লিক করুন।
- রোল নম্বর ও বয়স দিন নির্দিষ্ট জায়গায়।
- সাবমিট করে ফলাফল দেখে নিন।
- ভবিষ্যেতর সুবিধার্থে ফলাফলের প্রিন্টআউট নিয়ে রাখুন।
২০২১ সালে মোট ১০,৭৯,৭৪৯ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। যার মধ্যে ৭৯ জন পড়ুয়ার প্রাপ্ত নম্বর ছিল ৬৯৭। পাশের হার ১০০ শতাংশ।