বিজেপির দলীয় প্রতীক (Representational Image/ Photo Credits: ANI)

পশ্চিমবঙ্গ, ১৩ জুলাই: করোনা সংকটের মধ্যেই উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বিন্দোল এলাকায় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendra Nath Ray) দেহ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে। দল, পরিবার ও স্থানীয়দের দাবি খুনের পর বিজেপি বিধায়ককে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রায়গঞ্জের বিন্দোল পঞ্চায়েত এলাকার বালিয়া গ্রামে দেবেন্দ্রনাথ রায়ের বাড়ি। সেখান থেকে ১ কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার করা হয় বিজেপি বিধায়কের হাত বাঁধা ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। খুনের তদন্তে নেমেছে পুলিশ।

বিন্দোল গ্রাম পঞ্চায়েতের তিনবারের প্রধান দেবেন্দ্রনাথবাবু ২০১৬ সালে সিপিএমের টিকিটে হেমতাবাধ থেকে জয়ী হয়েছিলেন। পরোপকারী ও দিলখোলা মানুষ হিসেবেই এলাকায় তাঁর পরিচিতি ছিল। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন তিনি।  রায়গঞ্জের  সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি বলেন,”দেবেনবাবুর মৃত্যু যথেষ্ট সন্দেহজনক। হাত বাঁধা অবস্থায় কখনই একজন মানুষ আত্মহত্যা করতে পারেন না। পুলিশ সঠিক তদন্ত করে মৃত্যুর কারণ বের করুক।” বিধায়কের এই অস্বাভাবিক মৃত্যুর খবর জানাজানি হতেই কলকাতায় বিজেপির রাজ্য দফতরে বৈঠকে বসেন বিজেপি নেতারা। খবর দেওয়া হয় দিল্লিতে। দিল্লির নির্দেশে রাজ্য বিজেপির পক্ষ থেকে হেমতাবাধে পাঠানো হচ্ছে প্রতিনিধিদল। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘নির্বাচন এগিয়ে আসতেই রাজ্যে শাসকদলের সন্ত্রাস শুরু হয়ে গেছে। পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে আমাদের দলের বিধায়ককে।’’ আরও পড়ুন-Coronavirus Tally In India: একদিনে সংক্রমণ সর্বাধিক, সংখ্যার নিরিখে ভারতে করোনাভাইরাস আক্রান্ত ৯ লাখ ছুঁই ছুঁই

রবিবার করোনাভাইরাস পজিটিভ প্রাক্তন আরএসএস নেতা তপন ঘোষের মৃত্যু হয়েছে। হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৬৭ বছরের তপন ঘোষ ছিলেন হিন্দু সংহতি দলের প্রতিষ্ঠাতা। করোনায় আক্রান্ত হওয়ার পর গত সপ্তাহের শেষের দিকে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একদিনের আগে পরে দুই নেতার মৃত্যুর ঘটনায় রাজ্য বিজেপি শিবিরে শোকের ছায়া।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Himachal Pradesh BJP: কেলেঙ্কারির অভিযোগ থাকা রাজীব বিন্দালকেই নাড্ডার রাজ্যে দায়িত্বে ফেরাল বিজেপি

Jagdeep Dhankhar: রাজ্যের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান রাজ্যপাল জগদীপ ধনখরের

Debendra Nath Ray Death Case: বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী চন্দিমা রায়

Debendra Nath Ray Death Case: বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রপতিকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Debendra Nath Ray Death Case: বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করল সিআইডি

Post-Mortem Report of Debendra Nath Ray: হেমতাবাদের মৃত বিজেপি বিধায়কের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ, আত্মহত্যা বলেই জানালেন বিশেষজ্ঞরা

North Bengal Bandh: বিধায়কের মৃত্যুতে ডাকা উত্তরবঙ্গ বনধ সফল করতে পথে বিজেপির কর্মী সমর্থকরা, রায়গঞ্জে উত্তেজনা

Debendra Nath Ray Death: হেমতাবাদে প্রয়াত বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়ের শার্টের বুক পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার, টুইটে জানালো পুলিশ