WB Assembly Elections 2021: ভোটের আগে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান, মমতার জোড়া বরদানে কী কী পেল রাজ্যবাসী?
সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বিরোধী বিজেপি শিবির জয়ের লক্ষ্যে তৎপর। শাসক তৃণমূল গদি ধরে রাখতে জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে চলেছে একের পর এক। তেমনই হল দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্প। মঙ্গলবার এই দুই প্রকল্পের অধীনে রাজ্যবাসী কেমন কী পরিষেবা পেলেন তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “গত ১ ডিসেম্বর ২০২০ ৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত পাঁচটি পর্যায়ে এই কর্মসূচিতে ৩২ হাজার ৮৩০টি শিবির আয়োজন করা হয়েছিল। ২.৭৫ কোটির বেশি মানুষ রাজ্যের মোট ২৫ শতাংশেরও বেশি মানুষ দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে এসেছেন।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বিরোধী বিজেপি শিবির জয়ের লক্ষ্যে তৎপর। শাসক তৃণমূল গদি ধরে রাখতে জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে চলেছে একের পর এক। তেমনই হল দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্প। মঙ্গলবার এই দুই প্রকল্পের অধীনে রাজ্যবাসী কেমন কী পরিষেবা পেলেন তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “গত ১ ডিসেম্বর ২০২০ ৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত পাঁচটি পর্যায়ে এই কর্মসূচিতে ৩২ হাজার ৮৩০টি শিবির আয়োজন করা হয়েছিল। ২.৭৫ কোটির বেশি মানুষ রাজ্যের মোট ২৫ শতাংশেরও বেশি মানুষ দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে এসেছেন। বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য ১.৭৭ কোটির বেশি আবেদন পত্র জমা পড়েছিল। ১০০-তে একশো শতাংশ পরিষেবা মিলেছে।” আরও পড়ুন-WB Weather Update: শীত যেতেই মেঘের হাতছানি, বঙ্গে বৃষ্টির পূর্বাভাস
তিনি আরও বলেন, “পাড়ায় সমাধানে প্রকল্প ২ জানুয়ারি ২০২১-এ চালু হয়েছে। এর মধ্যেই ১০ হাজার ১৮০টি স্থানীয় বিষয়ে, যার মধ্যে ৮ হাজার ৭১৫টি পরিকাঠামো সম্পর্কিত সমস্যা, ১ হাজার ২৪৭টি পরিষেবা ও সরবরাহ ৫১৮টি মার্গ সম্পর্কিত সমস্যা খুব কম সময়ে আমরা সমাধান করতে পেরেছি।” ভোটের আগে মাস্টার স্ট্রোক হিসেবে ৫ টাকার মা কিচেন চালু হয়েছে গত সোমবার থেকে। সেখানে ২০০ গ্রাম চালের ভাত, ডাল সবজি ও ডিম মিলছে পাঁচ টাকায়। এই প্রকল্পের নেপথ্যেও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ হয়েছে। খুব শিগগির শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। বিজেপি যখন মমতা বিরোধী হাওয়ায় বাংলার বাতাস ভারী করতে ব্যস্ত, তখনও পায়ের তলার শক্তজমি ধরে রাখতে একা কুম্ভের ন্যয় লড়াই করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।