Mamata Banerjee: ‘সরকার ভেঙে দেখাক কেন্দ্রের ডাকা এনপিআর বৈঠকে যাচ্ছি না’, বললেন মমতা ব্যানার্জি
বাংলায় এনআরসি, সিএএ এবং এনপিআর (CAA-NRC-NPR) কার্যকর হবে না বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। একেবারে সরকারি বিজ্ঞাপন দিয়ে নবান্ন জানিয়ে দিয়েছিল সে কথা। কিন্তু সেই বিজ্ঞাপন সংবিধান সম্মত কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। আদালত বিজ্ঞাপন সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু বিজ্ঞাপন বন্ধ হলেও সরকারের মনোভাব যে বদলায়নি তা স্পষ্ট হয়ে গেল আরও একবার। এনপিআর নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠকে যাবেন না, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা, ১৬ জানুয়ারি: বাংলায় এনআরসি, সিএএ এবং এনপিআর (CAA-NRC-NPR) কার্যকর হবে না বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। একেবারে সরকারি বিজ্ঞাপন দিয়ে নবান্ন জানিয়ে দিয়েছিল সে কথা। কিন্তু সেই বিজ্ঞাপন সংবিধান সম্মত কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। আদালত বিজ্ঞাপন সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু বিজ্ঞাপন বন্ধ হলেও সরকারের মনোভাব যে বদলায়নি তা স্পষ্ট হয়ে গেল আরও একবার। এনপিআর নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠকে যাবেন না, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী কালই ১৭ তারিখ, কেন্দ্রের ডাকা বৈঠকে যোগ দিতে সব রাজ্য দিল্লি যাবে, যদিও বুধবার রানি রাসমণি রোডের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “১৭ তারিখ এনপিআর নিয়ে দিল্লিতে যে বৈঠক ডাকা হয়েছে, তাতে আমি যাচ্ছি না।”
এদিকে সিপিএমের অভিযোগ, মমতা ব্যানার্জি রাজ্যে তলায় তলায় এনপিআর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এদিন বামেদের নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, “সিপিএম বলছে, NPR চলছে। এটা ঠিক নয়। এবার আইন আইনের পথ চলবে। এটা আপনাকে প্রমাণ করতে হবে নয়তো ক্ষমা চান।” অন্যদিকে সিএএ-এনআরসি নিয়ে ছুৎমার্গ রাখতে নারাজ সীতারাম ইয়েচুরি। মঙ্গলবার তিনি বলেছিলেন, “বিরোধীরা বৈঠক ডেকেছিল, উনি গেলেন না। রাজ্যে আমাদের সঙ্গে সরাসরি সংঘাত। কিন্তু জাতীয়স্তরে একজোট হতে আপত্তি নেই। মোদির সঙ্গে বৈঠক করে এনআরসি বিরোধী মঞ্চে চলে গেলেন। তৃণমূল নেতারাও বলতে পারবেন না উনি কী চান। আগে ওনাকে অবস্থান স্পষ্ট করতে হবে।” আরও পড়ুন-Nirbhaya Case: নির্ভয়ার ধর্ষকদের নিস্তার নেই, ২২ জানুয়ারি ফাঁসি বহাল রাখল দিল্লি হাইকোর্ট
বুধবার নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রের সঙ্গে সংঘাতের সুর আরও চড়িয়ে মমতা ধর্মতলায় দলের ছাত্র সংগঠনের অবস্থান মঞ্চে বলেন, ‘‘এনপিআর নিয়ে ১৭ তারিখ কেন্দ্রীয় সরকার বৈঠক ডেকেছে। আমরা ওই বৈঠকে যাব না। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দিল্লিতে তুমিও নির্বাচিত সরকার, এখানে আমিও নির্বাচিত।’’ তারপরই এ ব্যাপারে নিজের অনড় মনোভাব বুঝিয়ে তিনি বলেন, ‘‘এ রাজ্যে বিজেপির একজন মুখপাত্র (রাজ্যপাল) আছেন। এই সিদ্ধান্তের জন্য পারলে তিনি আমাদের সরকার ভেঙে দিন। ক্ষমতা থাকলে ভেঙে দেখান।’’