IPL Auction 2025 Live

West Bengal Weather Update: শীতকে বিদায় জানাতে রাজ্যে আসছে বর্ষা, ঝমঝমিয়ে ভাসতে পারে মহানগর

ছিটেফোঁটা বৃষ্টি হলেও সেভাবে বৃষ্টি হয়নি শহরের রাজপথ কিংবা রাজ্যের কোনো স্থানেই। ঠিক এরকম পরিস্তিতেই নতুন বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতায় বৃষ্টি (Photo Credit: Facebook)

কলকাতা, ৮ ফেব্রুয়ারী: গত কয়েকদিন ধরেই আকাশ মেঘলা (Cloudy)। ছিটেফোঁটা বৃষ্টি হলেও সেভাবে বৃষ্টি হয়নি শহরের রাজপথ কিংবা রাজ্যের কোনো স্থানেই। ঠিক এরকম পরিস্তিতেই নতুন বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Update)। জারি করা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। আবহাওয়া ফের খামখেয়ালি থাকার পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আজ কলকাতা-সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭।৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন, বিধানসভায় রাজ্য বাজেটের বিবৃতি পড়বেন জগদীপ ধনখড়, স্পষ্ট জানাল নবান্ন

গতকালের চেয়ে ১ ডিগ্রি বেশি থাকার আশংকা রয়েছে বলেও সূত্রের খবর। মাঘের হাঁড় কাঁপানো শীতের মাঝে যারা জয়নগরের মোয়ার স্বাদ পেতে চাইছিলেন, তাদের জন্য বৃষ্টি নিয়ে হাজির হয়েছে শহর ও শহরতলীর বাজার গুলি। চেখে দেখতে পারেন।