West Bengal Weather Update: আরও নামল রাজ্যে তাপমাত্রার পারদ, রাজ্যজুড়ে ফের শীতের আমেজ

আরও নামল রাজ্যে তাপমাত্রার (Temperature) পারদ। ২ দিনে ৪ ডিগ্রি পারদ নামাতে রাজ্যজুড়ে ফের শীতের আমেজ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। যার ফলে আরও কয়েকদিন শীতের আমেজ উপভোগ করতে পারবে রাজ্যবাসী।

Winter (Photo Credits: PTI)

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: আরও নামল রাজ্যে তাপমাত্রার (Temperature) পারদ। ২ দিনে ৪ ডিগ্রি পারদ নামাতে রাজ্যজুড়ে ফের শীতের আমেজ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। যার ফলে আরও কয়েকদিন শীতের আমেজ উপভোগ করতে পারবে রাজ্যবাসী।

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট কলকাতায় তুলনায় অনেকটাই বেশি রয়েছে। সেটা বজায় থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এমন শীত মিলবে। তার পর থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে।

আগামী কয়েকদিন আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।



@endif