West Bengal Weather Update: আজও রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে ঘুরে দাঁড়াবে শীত
পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজও রাজ্যজুড়ে (West Bengal) বিক্ষিপ্ত বৃষ্টির (Rain Prediction) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD)। হাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। দু'দিন ধরে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহান্তে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে শীত। আকাশ পরিষ্কার হলেই রাজ্যজুড়ে ফের নামবে তাপমাত্রার পারদ।
কলকাতা, ১৩ জানুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজও রাজ্যজুড়ে (West Bengal) বিক্ষিপ্ত বৃষ্টির (Rain Prediction) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD)। হাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। দু'দিন ধরে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহান্তে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে শীত। আকাশ পরিষ্কার হলেই রাজ্যজুড়ে ফের নামবে তাপমাত্রার পারদ।
আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ আজ একটু কমবে। আগামীকাল উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবারও সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। আরও পড়ুন: COVID19 In West Bengal: গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২,১৫৫ জন, রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ
আবহাওয়া অফিস জানিয়েছ, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই অসময়ের বৃষ্টি। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় শীতের দাপট একেবারে উধাও হয়েছে।