West Bengal Weather Update: নিম্নচাপের জেরে পৌষের শুরুতে বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ, কুয়াশাচ্ছন্ন আকাশ, ঠাণ্ডার ভাঁড়ে মা ভবানী অবস্থা
পৌষের শুরুতে বৃষ্টি দেখা গিয়েছে এই রাজ্যে। নিম্নচাপের বৃষ্টির জেরে ঠাণ্ডার রেশ কিছুটা কমে গিয়েছে। ফলে বঙ্গে জাঁকিয়ে ঠাণ্ডা কবে পড়বে তা এখনও স্পষ্ট নয়।
West Bengal Weather Update: পূর্বাভাস মতোই শনিবার সাত সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। যদিও নিম্নচাপের কারণে শুক্রবার সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গে ঝিরঝির করে বৃষ্টির দেখা মিলেছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ুর (Tamil Nadu) উপকূল অঞ্চল। তবে নিম্নচাপের জলীয়বাষ্প বাংলায় ধুকেছে। তাঁর জেরেই পৌষের শুরুতে বৃষ্টি দেখা গিয়েছে এই রাজ্যে। নিম্নচাপের বৃষ্টির জেরে ঠাণ্ডার রেশ কিছুটা কমে গিয়েছে। ফলে বঙ্গে জাঁকিয়ে ঠাণ্ডা কবে পড়বে তা এখনও স্পষ্ট নয়।
শনিতে দক্ষিণবঙ্গে বৃষ্টি আর অন্যদিকে দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবারের মতো আগামীকাল রবিবারও কলকাতা, হুগলি, হাওড়া, দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই থাকবে কুয়াশাচ্ছন্ন। সকালে আকাশের দৃশ্যমানতা নেমে যাবে ৫০ মিটারে।
আগামী পাঁচদিন রাজ্যের জেলাগুলোর তাপমাত্রায় সেভাবে কোন তফাৎ অনুভূত হবে না বলেই জানিয়েছে আলিপুর আলবাহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পঙে তুষারপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্কই থাকবে। তবে উত্তরবঙ্গের সমস্ত জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।