West Bengal Weather Update: ঘূর্ণিঝড় ফেঙ্গলের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন
ঘূর্ণিঝড় ফেঙ্গল প্রভাবিত করেছে পশ্চিমবঙ্গের আবহাওয়াকেও। শনির সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রয়েছে রাজ্যের আকাশ। বইছে হালকা বাতাস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ শনিবারই ঘূর্ণিঝড় ফেঙ্গলের (Cyclone Fengal) ল্যান্ডফল হতে চলেছে। প্রবল গতিতে তামিলনাড়ু (Tamil Nadu) এবং পুদুচেরির (Puducherry) উপকূল অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। যার প্রভাবে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটকে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ফেঙ্গল প্রভাবিত করেছে পশ্চিমবঙ্গের আবহাওয়াকেও (West Bengal Weather)। শনির সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রয়েছে রাজ্যের আকাশ। বইছে হালকা বাতাস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন...
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় (উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর) ফেঙ্গলের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তা রাজ্যে শীতের উপর তেমন প্রভাব ফেলবে না। নভেম্বর শেষ হয়ে গেল। তাও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই শীতের তেমন দেখা নেই। শীতের প্রভাব আপাতত বেশি মাত্রায় পড়েছে দক্ষিণের বাঁকুড়া , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম জেলায়।
তবে উত্তরবঙ্গের পারদ অনেকখানি কমেছে। প্রতিদিনই অল্প অল্প করে কমছে উত্তরের জেলাগুলোর তাপমাত্রা। শনিতে দার্জিলিং এবং কালিম্পং-য়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।