West Bengal Weather Update: কেমন থাকবে আগামীকালের আবহাওয়া, কালী পুজোতেও কি বৃষ্টিতে ভিজবে বাংলা, দেখুন হাওয়া অফিসের খবর

সম্প্রতি ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে তুমুল বৃষ্টিপাত শুরু হয়। ডানার প্রভাবে ওড়িশার বালেশ্বরে যে বৃষ্টি হয়, তার চেয়ে বেশি বৃষ্টিতে ভিজতে শুরু করে শহর কলকাতা।

Kolkata Rain, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতা, ২৯ অক্টোবর: কালী পুজো (Kali Puja) কি চকচকে রোদ থাকবে, না বৃষ্টিতে (Rain) ভিজবে এবারের দীপাবলি (Diwali)। এমন আশঙ্কা তৈরি হচ্ছে এবার মানুষের মনে। তবে হাওয়া অফিসের খবর  অনুযায়ী, কালী পুজোর আগে থেকে হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বঙ্গের (West Bengal Weather) বিভিন্ন স্থানে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ কালী পুজোর দিনও। জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ বুধবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।  বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজতে পারে। উত্তরের বেশ কিছু জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এক নাগাড়ে বৃষ্টি হতে শুরু করে কলকাতায়। সেই সঙ্গে কলকাতা-সংলগ্ন জেলাগুলিতে তুমুল বৃষ্টি হয়।

ডানার প্রভাবে কেটে গিয়ে আকাশে রোদের দেখা মিললেও, কালী পুজোর আগে থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস।