West Bengal Weather Update: কালী পুজোয় বৃষ্টির পটাকা, আলো-আতশবাজির উৎসবের মাঝে বেগতিক আবহাওয়ার খবর শোনাল হাওয়া অফিস

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেও ঝড়বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। কালী পুজোয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

Rain (Photo Credits: X)

West Bengal Weather Update: দুর্গাপুজোর (Durga Puja 2024) আগে আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু পুজোর পাঁচ দিন কোথাওই সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়নি। তবে কালীপুজোর (Diwali 2024) আগে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেও ঝড়বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। কালী পুজোয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। কালী পুজো মানেই আতশবাজি আর আলোর উৎসব। তার মাঝে যদি ঝড়বৃষ্টি দেখা যায় তাহলে সেই উৎসবের আর কোন মূল্যই থাকে না। তাই দীপাবলিতে বেগতিক আবহাওয়ার খবরে স্বাভাবিকভাবেই মন ভারী হয়েছে বঙ্গবাসীর।

রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানাচ্ছে, ৩১ অক্টোবর, কালী পুজোর (Diwali 2024) দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণিঝড় ডানার প্রভাব কাটে গিয়েছে। তার থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ারও কোন সম্ভাবনা নেই। কিন্তু বাতাসে এখনও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়ে গিয়েছে। তার জেরেই আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা আগামী কিছু দিন পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ কালী পুজোতে বাচ্চারা বাজি ফাটাতে পারুক কিংবা না পারুক, বৃষ্টির পটকা তো ফুটতেই চলেছে।



@endif