Heat Wave in Bengal: আগামী ৩ দিন রাজ্যের ৬ জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর
আগামী ৩ দিন বাড়বে গরম। রাজ্যের ৬ জেলায় তাপ প্রবাহের (Heat wave) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কলকাতা, ১১ জুন, ২০১৯: আগামী ৩ দিন বাড়বে গরম। রাজ্যের ৬ জেলায় তাপ প্রবাহের (Heat wave) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যার জেরে কলকাতা সহ গাঙ্গেয় অঞ্চলে বাড়বে তাপমাত্রা। গরমের সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। প্রায় ৭২ ঘণ্টা এই আবহাওয়া বজায় থাকবে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। কলকাতা (Kolkata)সহ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে আগামী তিনদিন প্রচন্ড গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ও ঝাড়গ্রামে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কেরলে বর্ষা ঢুকলেও রাজ্যে বর্ষা আসতে এবার দেরি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।আরও পড়ুন,৪৫ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা, রাজধানী দিল্লিতে জারি লাল সতর্কতা
কেরলেও নির্ধারিত সময়ের থেকে দেরিতেই এসেছে বর্ষা। মুম্বইয়ে কাল বিকেল থেকে মৌসুমি বায়ু ঢুকতে শুরু করেছে। এবার আগামি ২ থেকে ৩ দিনের মধ্যে উত্তর পূর্বের রাজ্য গুলির দিকে যাবে।