West Bengal Weather Update: গুমোট গরম থেকে স্বস্তি, আজকেই দুই বঙ্গে বৃষ্টি

বঙ্গে আনুষ্ঠানিকভাবে চলতি মরশুমের বর্ষা (Weather) প্রবেশ করলেও এই ভ্যাপসা গরমে শান্তি পাওয়ার কোনও কারণ দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টির জেরে অনুকূল আবহাওয়া তৈরি হলেও দক্ষিণবঙ্গের বাসিন্দারা আদ্রতাজনিত অস্বস্তিতে একেবারে হাঁফিয়ে উঠেছেন।

Rainfall (Photo Credits: Unsplash)

কলকাতা, ৫ জুন:  বঙ্গে আনুষ্ঠানিকভাবে চলতি মরশুমের বর্ষা (Weather) প্রবেশ করলেও এই ভ্যাপসা গরমে শান্তি পাওয়ার কোনও কারণ দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টির জেরে অনুকূল আবহাওয়া তৈরি হলেও দক্ষিণবঙ্গের বাসিন্দারা আদ্রতাজনিত অস্বস্তিতে একেবারে হাঁফিয়ে উঠেছেন। আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলের কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনও গরম থেকে নিষ্কৃতি মিলছে না। এদিন সকাল থেকে আকাশ মেঘলা, মুহূর্তের মধ্যে ঘেমেনেয় একসা হওয়ার পরিস্থিতি।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে সর্বাধিক আদ্রতার পরিমাণ থাকছে ৮০ শতাংশ। সর্বনিম্ন ৪২ শতাংশ। তাই ঘেমো গরম থেকে যে রেহাই মিলছে না, তা বলাই যায়।

এদিকে উত্তরবঙ্গে ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। আজও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারে দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।