West Bengal Weather Forecast: মহালয়াতেও বৃষ্টি? সোম থেকে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? রইল বিস্তারিত

এই পাঁচ জেলা বাদে উত্তরবঙ্গের বাকি সমতলের জেলাগুলোয় তেমন উল্লেখ্যযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই।

Cloudy (Photo Credits: Wikipedia)

কলকাতাঃ শনিবার থেকেই প্রায় বিদায় নিয়েছে বৃষ্টি(Rain)। আকাশে উঁকি দিচ্ছে শরতের মেঘ(Cloud)। হাতে আর একদিন মাত্র। তারপরই আগমনীর সুরে মাতবে বাংলা। বুধবার মহালয়া(Mahalaya) । এই বিশেষ দিনে কেমন থাকবে আকাশ তা নিয়ে ইতিমধ্যেই বাঙালির কপালে চিন্তার ভাঁজ। এ ব্যাপারে কী জানাচ্ছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাব কেটে গেলেও আগামী দু'দিন কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে ভারী ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত। অক্টবরের মাঝামাঝি বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। তবে বুধবার, অর্থাৎ মহালয়ার পরদিন থেকে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানা গিয়েছে। শুধু তাই নয় উত্তরবঙ্গ জুড়ে ইতিমধ্যেই জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরের ওপরের দিকের জেলাগুলি ভাসবে বলে আশঙ্কা। এই পাঁচ জেলা বাদে উত্তরবঙ্গের বাকি সমতলের জেলাগুলোয় তেমন উল্লেখ্যযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই।

সোম থেকে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? রইল বিস্তারিত