West Bengal Weather Forecast: সোমবার গুমোট গরম থেকে মুক্তি! ভিজবে কোন-কোন জেলা? আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া?
বাকি ছ'টি জেলার কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ,বীরভূম এবং নদিয়ার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতাঃ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর থাইল্যান্ড সংলগ্ন এমাকায় অবস্থান করছে জোড়া ঘূর্ণাবর্ত। যার জেরে সোমবার(Monday) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি দিয়েই শেষ হতে পারে সেপ্টেম্বর(September)। পুজোর(Durga Puja 2024) মুখে নিম্নচাপের ভ্রূকুটির জেরে বাঙালির কপালে চিন্তার ভাঁজ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার গুমোট গরম অনেকটাই কাটবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ১৭ টি জেলায় জারি হলুদ সতর্কতা। অন্যদিকে মঙ্গলবার থেকে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।আজ অর্থাৎ সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের মোট ন'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ছ'টি জেলার কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ,বীরভূম এবং নদিয়ার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার দিনভর কেমন থাকবে আবহাওয়া?
#1
Two upper air circulations are present in the Bay of Bengal and Myanmar, along with an east-west trough extending from Andhra to Myanmar. These systems will move west-northwestward, with the one in the central Bay likely intensifying into a low-pressure area. This will… pic.twitter.com/tc30ksMPf7