IPL Auction 2025 Live

West Bengal: বিহার থেকে আসা চাকরিপ্রার্থীদের মারধরের অভিযোগ, শিলিগুড়িতে গ্রেফতার ২

২ বিহারি যুবককে মারধরের অভিযোগ উঠতেই গিরিরাজ সিং অভিযোগ করেন, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অথচ দেশের অন্য রাজ্যের (বিহারের প্রসঙ্গ উল্লেখ করেন) ছেলেমেয়েরা সেখানে গেলে তাঁদের 'মারধর' করা হচ্ছে।

2 Arrested In Siliguri (Photo Credit: PTI/X)

শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বর: সিআইএসএফের (CISF) পরীক্ষা দিতে শিলিগুড়িতে (Siliguri)  গেলে, দুই বিহারি (Bihar) যুবককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।  যা নিয়ে শোরগোল শুরু হলে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। ওই ঘটনার পর ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় নামে ২ জনকে ওই ঘটনায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় নামের ওই দুই ব্যক্তিকে।

আরও পড়ুন: Giriraj Singh Attacks Mamata Banerjee: 'রোহিঙ্গা, বাংলাদেশিদের জন্য লাল গালিচা অথচ বিহারের...', গিরিরাজের আক্রমণ মমতাকে

২ বিহারি যুবককে মারধরের অভিযোগ উঠতেই গিরিরাজ সিং অভিযোগ করেন, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অথচ দেশের অন্য রাজ্যের (বিহারের প্রসঙ্গ উল্লেখ করেন)  ছেলেমেয়েরা সেখানে গেলে তাঁদের 'মারধর' করা হচ্ছে। দেশের অন্য প্রান্তের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে (West Bengal) গেলে, তাঁদের সঙ্গে 'গুন্ডামি' করা হচ্ছে বলেও অভিযোগ করেন গিরিরাজ সিং। বিহারের ছেলেমেয়েরা বাংলায় পরীক্ষা দিতে গেলে, তাঁদের সঙ্গে যা হচ্ছে, তা তেজস্বী যাদব, রাহুল গান্ধীরা (Rahul Gandhi) দেখছেন। তাঁরা কিছু বলছেন না। পশ্চিমবঙ্গ কি পৃথক রাষ্ট্র না ভারতের অঙ্গ এমন প্রশ্ন তোলেন গিরিরাজ সিং।

এনডিএ সরকারের ওই অভিযোগের পরপরই গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে।