TMC Leader Dulal Sheikh Murder: সাতসকালে চায়ের দোকানে গুলি করে খুন তৃণমূল নেতাকে
তাঁর মাথায় তাক করে তিনটি গুলি ছোড়েন দুষ্কৃতীরা। যার মধ্যে দুটি গুলি সোজা এসে লাগে দুলালের মাথায়। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। নিমেষে মাটিতে লুটিয়ে পড়েন দুলাল শেখ নামের ওই তৃণমূল কর্মী।
কলকাতা, ১২ জানুয়ারিঃ পুর্ব বর্ধমানের (Purba Burdwan) কেতুগ্রামে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হল এক তৃণমূল কর্মী। দিনের আলোয় গুলি করা হয় তৃণমূল নেতাকে (TMC Leader Dulal Sheikh Murder)। কেতুগ্রামের আমঘরিয়া এলাকায় গুলি করে খুন করা হয়েছে তৃণমূল কর্মী দুলাল শেখকে। তাঁর মাথায় তাক করে তিনটি গুলি ছোড়েন দুষ্কৃতীরা। যার মধ্যে দুটি গুলি সোজা এসে লাগে দুলালের মাথায়। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। নিমেষে মাটিতে লুটিয়ে পড়েন দুলাল শেখ নামের ওই তৃণমূল কর্মী (TMC Leader Dulal Sheikh)। সাতসকালে কেতুগ্রাম এলাকায় তৃণমূল কর্মীর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাতসকালে সল্টলেকের ঝুপড়ি মার্কেটে বিধ্বংসী অগ্নিকান্ড, ভস্মীভূত শতাধিক দোকান
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কেতুগ্রামের আমঘরিয়া মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন তৃণমূল কর্মী দুলাল শেখ (Dulal Sheikh)। এমন সময় একটি মোটরবাইক চেপে ৩ দুষ্কৃতী আসে। দুলালকে লক্ষ্য করে তাঁদের মধ্যে এক দুষ্কৃতী তিনটি গুলি চালায়। ২ টো গুলি সোজা গিয়ে লাগে তৃণমূল কর্মীর মাথায়। গুলি করা মাত্রই কোনদিকে না তাকিয়ে মোটরবাইক নিয়ে পালায় দুষ্কৃতীরা। মাটিতে লুটিয়ে পড়েন দুলাল। সেখানেই মৃত্যু হয় তাঁর (TMC Leader Dulal Sheikh Murder)। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় কেতুগ্রাম হাসপাতালে।
মৃত তৃণমূল কর্মীর পরিবারের দামী, দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই প্রাণ গিয়েছে দুলাল শেখের। দলের অন্য গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না দুলালের। সেই কারণেই খুন করা হয়েছে দুলালকে, এমনই দাবি মৃতের স্ত্রী এবং দাদার। যদিও স্থানীয় তৃণমূল নেতারা এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন। তাঁদের দাবি, দুলাল বালির ব্যবসা করতেন। ব্যবসায়িক কোন্দলের জেরেই প্রাণ গিয়েছে তাঁর (TMC Leader Dulal Sheikh Murder)। এখানে রাজনীতির কোন ভূমিকা নেই। তবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা তদন্ত করছে কেতুগ্রাম থানার পুলিশ।