Partha Chatterjee: রাজ্যে স্কুল শিক্ষকদের বদলি এবার অনলাইনেই

স্কুল শিক্ষকদের (School Teachers) বদলির বিধি বদলাচ্ছে। রাজ্য সরকারের নয়া বিধি অনুযায়ী, খুব শীঘ্রই শিক্ষক বদলির গোটা প্রক্রিয়া অনলাইনে হতে চলেছে। বদলি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতেই এই ভূমিকা গ্রহণ করতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর। যার ফলে চাপ কমবে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission)। আজ সোমবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)।

মন্ত্রী পার্থ চ্যাটার্জি (Photo Credits: Facebook)

কলকাতা, ৯ ডিসেম্বর: স্কুল শিক্ষকদের (School Teachers) বদলির বিধি বদলাচ্ছে। রাজ্য সরকারের নয়া বিধি অনুযায়ী, খুব শীঘ্রই শিক্ষক বদলির গোটা প্রক্রিয়া অনলাইনে হতে চলেছে। বদলি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতেই এই ভূমিকা গ্রহণ করতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর। যার ফলে চাপ কমবে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission)। আজ সোমবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)।

মাঝেমধ্যে রাজ্যে শিক্ষক বদলি প্রক্রিয়া সংক্রান্ত নানান অস্বচ্ছতার অভিযোগ ওঠে। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে অনেক আবেদনে ছাড়পত্র দেওয়া হলেও কমিশনে লাল ফিতের ফাঁসে তা বহুদিন ঝুলে থাকে বলেও অভিযোগ। যে কারণে শিক্ষকের অভাবে বহু স্কুলে পঠনপাঠন ব্যহত হয়। সেই কারণেই এমন পদক্ষেপ নিতে চলেছে সরকার। এই সমস্যার খুব তাড়তাড়ি সমাধান হতে চলেছে। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে এদিন শিক্ষামন্ত্রীর বক্তব্যে। এই সময়ের খবর অনুযায়ী, বিকাশভবন সূত্রে জানা গিয়েছে, 'বাংলার শিক্ষা' (Banglar Shikkha) নামে একটি পোর্টাল তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এতে রাজ্যের স্কুল শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। ইতোমধ্যে ১ লক্ষের বেশি তথ্য ডিজিটালি সংগৃহীত হয়েছে। যত দ্রুত সম্ভব এই পোর্টাল চালু করতে তৎপর রাজ্য সরকার। আরও পড়ুন: Onion Price Hike: অগ্নিমূল্য পেঁয়াজ, পরিস্থিতি জানতে যদুবাবু বাজারে হাজির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

'বাংলার শিক্ষা' পোর্টাল চালু হলে রাজ্যের স্কুল শিক্ষা ক্ষেত্রে সমস্ত তথ্য জনসমক্ষে চলে আসবে। ফলে কোন স্কুলে ক'জন শিক্ষক আছেন, পড়ুয়ার সংখ্যা কত বা কোনও শিক্ষক পদ শূন্য আছে কিনা, তাও জানা যাবে আরও সহজে। একইভাবে 'বাংলার শিক্ষা' পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা। সরকারের তরফে অনলাইনেই মিলবে ছাড়পত্র। ফলে আগামীদিনে আর কমিশনের মুখাপেক্ষী থাকতে হবে না শিক্ষকদের। সেক্ষেত্রে বদলি প্রক্রিয়া (Transfer) আরও স্বচ্ছ ও সরল হবে বলে মত প্রশাসনিক আধিকারিকদের।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now