West Bengal Shocker: 'নৃশংস' ছবিতে কেঁপে উঠবেন, সদ্যোজাতকে মুখে তুলে নিয়ে ছুটল কুকুর, বাঁকুড়ার হাসাপতালে ভয়াবহ ঘটনার অভিযোগ

ঘটনার সঙ্গে সঙ্গে প্রিয়া রায়ের পরিবারের লোকজন কুকুরের পিছু নেন কিন্তু সদ্যোজাতকে তাঁরা উদ্ধার করতে পারেননি বলে খবর। যে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হাসপাতালের বিরুদ্ধে তীব্র বিষোদগার শুরু হয়।

Stray Dog (Photo Credit: X/Screenshot)

কলকাতা, ২১ নভেম্বর: বাঁকুড়ার (Bankura) সোনামুখী হাসপাতালে (Hospital) ভয়াবহ ঘটনা। এবার সদ্যোজাতকে (New Born Baby) মুখে তুলে নিয়ে ছুটল কুকুর (Stray Dog)। শিউরে ওঠার মত একটি ঘটনায় কেঁপে উঠল বাঁকুড়ার সোনামুখী হাসপাতাল। এমনই অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।  অভিযোগ, সোনামুখী হাসপাতালে  প্রিয়া রায় নামে এক মহিলা ভর্তি হন। অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে ব্যাথা নিয়ে প্রিয়া রায় ভর্তি হন হাসপাতালে। ভর্তির পর হাসপাতালের শৌচাগারে গেলে, সেখানে অনাকাঙ্খিতভাবে ওই মহিলার সন্তান ভূমিষ্ঠ হয়। ওই ঘটনার পর প্রিয়ার পরিবারের তরফে দাবি করা হয়, সদ্যোজাতকে হাসপাতালের তরফে দেখা হয়নি। উলটে হঠাৎ করে সেখানে কুকুর হাজির হয়ে সদ্যোজাতকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার সঙ্গে সঙ্গে প্রিয়া রায়ের পরিবারের লোকজন কুকুরের পিছু নেন কিন্তু সদ্যোজাতকে তাঁরা উদ্ধার করতে পারেননি বলে খবর। যে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হাসপাতালের বিরুদ্ধে তীব্র বিষোদগার শুরু হয়। বিজেপির তুষারকান্তি ঘোষ ওই ঘটনার ছবি বলে একটি  পোস্ট শেয়ার করেন। যেখানে একটি কুকুরের মুখে কিছু রয়েছে বলে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির রয়েছে বলে অভিযোগ করা হলে, তা তাঁরা অস্বীকার করেন। শুধু তাই নয়, কুকুরের যে ছবিটি শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে, তা সত্যি নয় বলেও দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

দেখুন তুষারকান্তি ঘোষের শেয়ার করা পোস্ট...

 

বিজেপির তুষারকান্তি ঘোষের আরও অভিযোগ, হাসপাতাল চত্ত্বর কুকুর, বেড়ালের ঘুরে বেড়ানোর জায়গায় পরিণত হয়েছে। পৃথিবীর আলো দেখার আগেই ওই সদ্যোজাতকে কুকুরে টেনে নিয়ে গেল বলে অভিযোগ করেন বিজেপি নেতা। (ছবির সত্যতা লেটেস্টলি বাংলা খতিয়ে দেখেনি, এক্স হ্যান্ডেলের দাবির ভিত্তিতে ছাপানো হয়েছে মাত্র)